ইউটিউব এর সাথে বাংলায় Live Chat করবেন যেভাবে - Youtube Live Chat Bangla
হ্যালো বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব এর সাথে বাংলায় লাইভ চ্যাট করবেন যেভাবে বাংলাদেশে যারা ইউটিউবে রয়েছেন বা ইন্ডিয়াতে যারা ইউটিউবার রয়েছেন বাংলায় কথা বলেন বা যাদের ভাষা বাংলা তারা কিভাবে ইউটিউবে সাথে সম্পূর্ণ বাংলায় কথা বলবেন তা এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেকেই এখনো মনে করেন যে ইউটিউব এর সাথে ইংরেজিতে সারা লাইভ চ্যাট করা যায় না। কিন্তু আজকের আর্টিকেলে আমি আপনাকে দেখাবো ইউটিউব এর সাথে কিভাবে বাংলায় লাইভ চ্যাট করে আপনার যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং যেকোনো কিছু জানার থাকলে তা ইউটিউবের সাথে সরাসরি বাংলায় কথা বলে কিভাবে সমাধান করবেন।
একটা সময় ছিল যে কোন সমস্যায় পড়লে বা কোন কিছু জানার হলে অমুক ভাই তমুক ভাইকে খুঁজে বেড়াতে হতো অমুক ভাই তমুক ভাইয়ের মাধ্যমে ইউটিউবে সাথে লাইভ চ্যাট করে যে কোন সমস্যার সমাধান করা লাগতো কিন্তু সময়ের ব্যবধানে দিন দিন সমস্ত কাজ সহজ হয়ে যাচ্ছে এজন্য এখন আমরা যারা বাংলাদেশে আছি বা ইন্ডিয়াতে রয়েছি এক কথায় যারা বাংলা ভাষার লোক রয়েছে তারা সরাসরি এখন ইউটিউব এর সাথে বাংলায় লাইভ চ্যাট করে আমাদের মনের ভাব প্রকাশ করার একটা সুযোগ পেয়েছি সে ক্ষেত্রে যে কোন সমস্যা নিজেরাই সমাধান করতে পারব ইউটিউবে লাইভ চ্যাট করে।
সপ্তাহে কয়দিন ইউটিউবের সাথে লাইভ চ্যাট করা যাবে?
প্রশ্ন আসতে পারে সপ্তাহে কয়দিন ইউটিউব এর সাথে লাইভ চ্যাট করা যাবে , অনেকে প্রশ্ন করেন কি কি বারে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করা যাবে আবার বলেন কবে কবে youtube এর সাথে লাইভ চ্যাট করা যাবে ইউটিউব এর সাথে যদি আপনি ইংরেজিতে লাইভ চ্যাট করেন তাহলে আপনি সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘন্টা লাইভ চ্যাট করতে পারবেন কিন্তু যদি আপনি ইউটিউব এর সাথে বাংলায় লাইভ চ্যাট করেন তাহলে আপনি সপ্তাহে মাত্র পাঁচ দিন youtube এর সাথে লাইভ চ্যাট করতে পারবেন এবং শনিবার আর রবিবার ছাড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ইউটিউবের সাথে বাংলায় লাইভ চ্যাট করতে পারবেন অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সপ্তাহে এই পাঁচ দিন ইউটিউবের সাথে বাংলায় লাইভ চ্যাট করতে পারবেন তবে যদি আপনি ইংরেজিতে লাইক চ্যাট করেন তাহলে যেকোনো সময় ইউটিউবে সাথে লাইভ চ্যাট করতে পারবেন। বাংলা ছাড়া অন্যান্য ভাষায় যারাই ইউটিউবের সাথে লাইভ চ্যাট করতে চান যদি তারা জানতে চান যে সপ্তাহে কোন কোন দিন এবং কোন কোন সময় ইউটিউবের সাথে আমরা লাইভ চ্যাট করতে পারব সেই লিস্ট নিচে দিয়ে দিচ্ছি দেখে নিবেন।
ইউটিউব এর সাথে বাংলায় লাইভ চ্যাট করবেন যেভাবে:
ইউটিউব টিমের সাথে বাংলায় লাইভ চ্যাট করার জন্য নিচে স্টেপ গুলো ধারাবাহিকভাবে ফলো করুন।
প্রথমে: এই লিংকে পরিবেশ করুন এখান থেকে ছবিটা ডাউনলোড করে স্ক্যান করে লিংকে প্রবেশ করুন অথবা এসকান করতে না পারলে এই লিংকটা মোবাইলের মাধ্যমে টাইপ করে এই লিঙ্কে প্রবেশ করুন।
তারপর এখানে "চ্যানেল URL" এর নিচের বক্সে আপনার চ্যানেলের লিংক দিন। চ্যানেলের লিংকটা অবশ্যই অরিজিনাল লিংক হতে হবে Ucc দিয়ে যে লিংকটা রয়েছে ওটা দিতে হবে। চ্যানেলের কাস্টম লিংক দিলে হবে না।
তারপর "চ্যাট শুরু করুন" এখানে ক্লিক করুন।
তারপর youtube টিউন থেকে একজন আপনার সাথে লাইভ চ্যাট করে চলে আসবে এবং এবার আপনি ইউটিউবের সাথে বাংলায় লাইভ চ্যাট করে আপনার যে কোন সমস্যা তাকে জানাতে পারবেন এবং সরাসরি ইউটিউব টিমের কাছ থেকে সহযোগিতা বা সমাধান করে নিতে পারবেন।
বাংলাদেশ থেকে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করবেন যেভাবে:
অনেকে প্রশ্ন করে থাকেন বাংলাদেশ থেকে ইউটিউব টিমের সাথে লাইভ চ্যাট করবো কিভাবে বা ইউটিউব এর সাথে বাংলাদেশ থেকে কিভাবে লাইভ চ্যাট করবো বাংলায় তাদেরকে বলব আপনি উপরে আমি যে নিয়মটা দেখিয়েছি এই নিয়মেই বাংলাদেশ থেকে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। আলাদা কোন উপায় নাই বাংলাদেশ সহ অন্যান্য বাংলা ভাষায় যারা ইউটিউব এর সাথে লাইভ চ্যাট করতে চান তারা উপরের নিয়ম ফলো করে ইউটিউব এর সাথে বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য যে কোন দেশ থেকে লাইভ চ্যাট করতে পারবেন।
ইন্ডিয়া থেকে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করবেন যেভাবে:
আমাদের বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারত অনেকেই প্রশ্ন করবে ভাইয়া ইন্ডিয়া বা ভারত থেকে কিভাবে youtube এর সাথে লাইভ চ্যাট করবো তো তাদের জন্য এই সেক্টর টা তৈরি করা হলো আমার এই আর্টিকেলের ভিতরে ইন্ডিয়া বা ভারত থেকে ইউটিউব এর সাথে লাইভ চ্যাট করার জন্য উপরে যে উপায়টা দেয়া হয়েছে ইউটিউব এর সাথে বাংলায় লাইভ চ্যাট করবেন যেভাবে আপনি খুব সহজে উপরের এই নিয়মটা ফলো করে স্টেপ বাই স্টেপ নিয়ম ফলো করে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে ইউটিউবে সাথে বাংলায় লাইভ চ্যাট করতে পারবেন।
ইউটিউব এর সাথে কোন কোন ভাষায় লাইভ চ্যাট করা যায়?
সারা পৃথিবীর বেশ কিছু দেশ থেকে এবং বেশ কিছু ভাষায় ইউটিউব এর সাথে লাইভ চ্যাট করা যায় তবে এই ভাষাগুলো ছাড়া ইংরেজিতে পৃথিবীর যেকোনো দেশ থেকে ইউটিউবের সাথে 24 ঘন্টা লাইভ চ্যাট করতে পারবেন তবে কোন কোন দেশ তাদের মাতৃভাষায় youtube এর সাথে লাইভ চ্যাট করতে পারবে তার একটা লিস্ট নিচে তুলে ধরা হলো:
Bengali
English
Arabic
Hindi
Chinese (simplified)
Chinese (traditional)
French
Korean
Polish
Portuguese
German
Russian
Vietnamese
Spanish
Thai
Italian
Indonesian
Japanese
Turkish
Urdu
মনে রাখবেন: ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ইউটিউবের সাথে ইমেইলের মাধ্যমে সপ্তাহে ৭ দিনই ২৪ ঘণ্টা কথা বলতে পারবেন। তবে অন্যান্য ভাষায়, সোমবার থেকে শুক্রবার বিজনেস আওয়ারে ইমেইলে কথা বলতে পারবেন।
কেন ইউটিউবের সাথে লাইভ চ্যাট করবেন?
অনেকেই মনে করেন ইউটিউবের সাথে লাইভ চ্যাট করার আবার কি প্রয়োজন প্রয়োজন তো অবশ্যই আছে ধরুন আপনার চ্যানেল র্যাঙ্ক হচ্ছে না তখন আপনি ইউটিউব টিমের সাথে লাইভ চ্যাট করে তাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন যে আমার চ্যানেল আমি কিভাবে রান করাতে পারি অথবা ধরুন আপনার চ্যানেলের ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার পরেও মনিটাইজ হচ্ছে না তখন youtube এর সাথে লাইভ চ্যাট করে তাদের মাধ্যমে পরামর্শ নিতে পারেন কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন অথবা যদি আপনার কোন মনিটাইজ চ্যানেল থেকে থাকে এবং পেমেন্ট গত কোনো সমস্যা হয়ে থাকে তখন ইউটিউবের সাথে আপনার পেমেন্টের বিষয়ে কথা বলতে পারবেন।
অথবা ধরুন আপনার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখনো ভেরিফিকেশন বেজটা চ্যানেলটা ভেরিফাইড হয়নি তখন ইউটিউবের সাথে লাইভ চ্যাট করে সাথে সাথে আপনার চ্যানেলটা ভেরিফাইড করে নিতে পারবেন অথবা ধরুন আপনার চ্যানেলে এক লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখনো পেলে বাটন এপ্লাই করার জন্য রিডিং কোড পাননি তখন ইউটিউবে সাথে লাইভ চ্যাট করে সাথে সাথে রিডিং কোড দিয়ে সিলভার ফেলে বর্তনের জন্য আবেদন করতে পারবেন। এরকম আরো অসংখ্য কারণ রয়েছে যে কারণে ইউটিউব এর সাথে লাইভ চ্যাট করার প্রয়োজন পড়বে আপনার তো এভাবে খুব সহজেই এখন থেকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে ইউটিউবের সাথে বাংলায় লাইভ চ্যাট করে আপনার সমস্যা আপনি নিজে নিজেই সমাধান করে নিতে পারবেন।
এতদিন কি হতো আপনি কোন একটা সমস্যায় করলেন বা ইউটিউবে কোন একটা সমস্যা হলে তখন অভিজ্ঞ ভাই ইউটিউব সম্পর্কে যারা আছে তাদের নাম্বার জোগাড় করতে হতো তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম অনেক সময় খুঁজে পাওয়া যায় না এবং তাদের কাছে কল করলে অনেক সময় ব্যস্ততা দেখায় যে কারণে আপনি সঠিক সময়ে সমাধান করতে না পারার কারণে অনেক সময় সমস্যা আরও অনেক বড় হয়ে যায় এজন্য এখন থেকে আপনি নিজেই ইউটিউবের সাথে বাংলায় লাইভ চ্যাট করে এখন থেকে যেকোন সমস্যা নিজেই সমাধান করে নিতে পারবেন প্রথম প্রথম একটু ভয় হয়তো আপনার করতে পারে তবে ভয় পাওয়ার কোন কারণ নাই ইউটিউব এর সাথে যখন আপনি একবার লাইভ চ্যাট করবেন তখন দেখবেন ওরা কতটা আন্তরিক আপনার সাথে কত সুন্দর ভাবে কথা বলে আপনার সমস্যা কি সমাধান করে দিচ্ছে।
আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করা যায় এবং ইউটিউবের সাথে বাংলায় কিভাবে লাইভ চ্যাট করবেন তাছাড়া কেন ইউটিউবের সাথে লাইভ চ্যাট করবেন এবং কোন কোন ভাষা youtube এর সাথে লাইভ চ্যাট করা যায় এবং ইউটিউবের সাথে বাংলায় কবে কবে লাইভ চ্যাট করা যায় এবং কোন কোন সময় ইউটিউবের সাথে বাংলায় লাইভ চ্যাট করা যায় সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আজকে আর্টিকেলটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।
ধন্যবাদ!