একটা নাম্বার দিয়ে কয়টা জিমেইল আইডি খোলা যায় - How Many Gmail Can Be Opened With One Number


আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো একটা নাম্বার দিয়ে কয়টা জিমেইল আইডি খোলা যায় অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ কয়টা জিমেইল একাউন্ট খোলা যায় আবার অনেকে জিজ্ঞাসা করেন একটা নাম্বার দিয়ে কয়টা জিমেইল আইডি খোলা যায় কেউ কেউ জিজ্ঞাসা করেন একটা সিম দিয়ে কয়টা জিমেইল একাউন্ট খোলা নিরাপদ আবার অনেকে বলেন একটা সিম দিয়ে কয়টা জিমেইল আইডি খোলা যায় এ সকল প্রশ্নের উত্তর আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেব। কেননা জি মেইল আইডি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস অনলাইন জগতে যত কাজ হয় তার অধিকাংশ কাজই এই জিমেইলের সাহায্যে হয় জিমেইল গুগলের বিরাট একটা সার্ভিস প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে গেলে জিমেইল আইডির প্রয়োজন কাজেই এই জিমেইল আইডিটা সুরক্ষা বা নিরাপদ রাখা ভিশন প্রয়োজন।

বাংলাদেশে একটা আইডি কার্ড দিয়ে পূর্বে আনলিমিটেড নাম্বার কেনা যেত কিন্তু নতুন এ ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আসার পর থেকে একটা ভোটার আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১৫ টা নাম্বার কেনা যায় এজন্য আমাদের জিমেইল একাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে অনেক সময় নাম্বারের স্বল্পতা দেখা দেয় এ কারণে আমাদের জানা প্রয়োজন একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ কয়টা জিমেইল একাউন্ট খোলা যায় বা একটা নাম্বার দিয়ে কতটা জিমেইল অ্যাকাউন্ট খোলা নিরাপদ। ‌ কেননা একটা নাম্বার বা নাম্বার দিয়ে আমরা যদি অসংখ্য জিমেইল একাউন্ট খুলে ফেলি এবং পরবর্তীতে আমাদের এই জিমেইলের কোন সমস্যা হয় তখন যদি আমরা ভেরিফিকেশন করতে না পারি তবে আমাদের উক্ত জিমেইল টা আর লগইন করতে পারবো না যেটা আমাদের জন্য ভিশন ব্যাড নিউজ কারণ ওই জিমেইলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট অথবা ডকুমেন্ট থাকতে পারে কাজেই আমাদের আগে জানতে হবে একটা নাম্বার দিয়ে কয়টা জিমেইল খোলা নিরাপদ।


একটা নাম্বার দিয়ে কয়টা জিমেইল আইডি খোলা যায়ঃ

অধিকাংশ মানুষ আমরা জানি একটা নাম্বার দিয়ে একটা জিমেইল আইডি খোলা যায়। কিন্তু এ ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি চাইলে একটা নাম্বার দিয়ে অসংখ্য জিমেইল আইডি খুলতে পারবেন তবে বিষয়টা রিস্ক। এজন্য যদি আপনার জিমেইল গুলো নিরাপদ রাখতে চান তাহলে একটা নাম্বার দিয়ে ৩ থেকে ৫ টা সর্বোচ্চ জিমেইল আইডি খুলতে পারবেন। তবে আমি রিকমেন্ট করব একটা নাম্বার দিয়ে মাত্র একটা জিমেইল আইডি খোলা সব থেকে ভালো। যদি আপনার একটা নাম্বার দিয়ে একাধিক জিমেইল খোলার খুবই প্রয়োজন পড়ে থাকে তাহলে একটা নাম্বার দিয়ে বা একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ ৩ টা জিমেইল আইডি খুলবেন। একটা নাম্বার দিয়ে একাধিক জিমেইল আইডি খোলার পরে যদি একাউন্টের নিরাপত্তাজনিত কোন সমস্যা হয় বা অ্যাকাউন্টটা পুনরায় ভেরিফিকেশন করতে সমস্যা হয় তখন আমরা ভীষণ বিপদে পড়ে যাব এ কারণে একটা নাম্বার দিয়ে এক থেকে তিনটার বেশি জিমেইল আইডি না খোলাটা বেটার। তবে সম্ভব হলে একটা নাম্বার দিয়ে একটা জিমেইল আইডি খোলার চেষ্টা করবেন।

আমি আবারও বলছি জিমেইল আইডি ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস কাজেই এই জিমেইল আইডি নিয়ে কখনো খেলা করবেন না সব সময় চেষ্টা করবেন আপনার জিমেইল আইডিটা নিরাপদ রাখার জন্য আপনার জিমেইল আইডি নিরাপদে রাখা ভিশন জরুরি। সম্ভব হলে অবশ্যই চেষ্টা করবেন একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ একটা জিমেইল আইডি খোলার। 

আপনার জিমেইল আইডি এবং আপনার পাসওয়ার্ড তাছাড়া আপনার জিমেইল আইডির ফাস্ট নেম আপনার জিমেইল আইডির লাস্ট নেম আপনার জিমেইল আইডি খোলার সময় দেওয়া জন্ম তারিখ এবং আপনার জিমেইল এর রিকভারি ফোন নাম্বার এবং আপনার জিমেইলের রিকভারি ইমেইল এগুলো কোথাও নোট করে রাখবেন কেননা পরবর্তীতে যদি কখনো জিমেইলটা উদ্ধার করা কিংবা ভেরিফাই করার প্রয়োজন পড়ে থাকে তখন এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাই কোথাও না কোথাও ভালো নোটপ্যাডে লিখে রাখবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url