
হ্যালো বন্ধুরা আজকের আটিকেলে আমি আপনাদেরকে দেখাবো বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম বাটন মোবাইলে নগদ খোলার নিয়ম অনেকেই বর্তমানে বিকাশ মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন বর্তমান সময়ে এমন দেখা যাচ্ছে যে মানুষ বিকাশকে বয়কট করে নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করা শুরু করেছে তুলনামূলকভাবে বলা যায় দিন দিন নগদ মোবাইল ব্যাংকিং এর ব্যবহার বেড়েই চলেছে উপবৃত্তির টাকা থেকে শুরু করে ভাতা পর্যন্ত এবং মানুষ দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর জন্য নগদ মোবাইল ব্যাংকিং কে বেছে নিচ্ছে কারণ নগদ মোবাইল ব্যাংকিং এ সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ আউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় কম যে কারণে মানুষ দিন দিন নগদ মোবাইল ব্যাংকিং এর উপর ঝুঁকে পড়তেছে আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো বাটন মোবাইল দিয়ে কিভাবে কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলে ফেলবেন নিজে নিজেই। এবং নগদ একাউন্ট খুললে কত টাকা পাওয়া যায় কিভাবে নগদ একাউন্টের পিন সেট করবেন কিভাবে সঠিক ভাবে নগদ একাউন্ট খুলবেন সবকিছু আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো তাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ আর্টিকেলটা দেখতে থাকুন।
নগদ একাউন্ট খুলতে কি কি লাগে:
যদি আপনি বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলেন এজন্য আপনার কোন কিছু প্রয়োজন নাই একটা সিম হলেই আপনি বাটন মোবাইল দিয়ে ওই সিমে নগদ একাউন্ট খুলতে পারবেন এবং ওই সিম যে ভোটার আইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক সিস্টেমে রেজিস্ট্রেশন করা ওই সিমের আন্ডারে এই নগদ একাউন্টটা অটোমেটিকলি চলে যাবে আপনি চাইলে পরবর্তীতে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারেন অথবা না করেও আপনি শুধুমাত্র কোড ডায়াল করে নগদ একাউন্ট বাটন মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নাই যদি পরবর্তীতে কখনো কেওয়াইসি ভেরিফিকেশন চায় সেখানে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার নিজের ছবি তুলে ওখানে সাবমিট করে দিলেই হয়ে যাবে অন্যান্য অ্যাকাউন্ট খোলার তুলনায় নগদ একাউন্ট খোলা একদমই সহজ এখন নিচে আপনাদেরকে দেখাবো কিভাবে বাটন মোবাইল দিয়ে নগর অ্যাকাউন্ট খুলবেন নিজে ঘরে বসেই।
কয়টা উপায়ে নগদ একাউন্ট খোলা যায়:
নগদ মোবাইল ব্যাংকিং ও অ্যাকাউন্ট সাধারণত দুইটা উপায় খোলা যায় আপনি বাটন মোবাইল অথবা টাচ মোবাইল দিয়ে কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন অথবা আপনি চাইলে টাচ মোবাইলে নগদ অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবেন তবে টাচ মোবাইল সবার নাও থাকতে পারে এজন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটন মোবাইল দিয়ে কিভাবে নগদ একাউন্ট খুলবেন ঘরে বসেই।
বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম:
মোবাইলের মাধ্যমে নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে একটা সিম নির্বাচন করতে হবে কোন সিমে আপনি নগদ একাউন্ট খুলবেন অবশ্যই এরকম একটা সিমে নগদ একাউন্ট খুলবেন যে সিম আপনি সব সময় ব্যবহার করেন।
- প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে গিয়ে *167# টাইপ করে ডায়াল করে দিবেন।
- তারপর Pin সেট করতে বলবে এখানে 4 ডিজিটের পিন কোড বসিয়ে Send এ ক্লিক করবেন।
- তারপর আবার 4 ডিজিটের Pin কোড বসিয়ে দিবেন। ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে।
আবার *167# ডায়াল করে দেখুন আপনার নগদ একাউন্ট সঠিকভাবে খোলা হয়েছে কিনা।
এভাবে খুব সহজেই আপনার বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলে ফেলতে পারবেন। পরবর্তীতে যদি এটা পার্মানেন্ট একাউন্ট হিসেবে ব্যবহার করতে চান এবং অনেক বড় বড় লেনদেন করতে চান তাহলে KYC ভেরিফিকেশন করে নিবেন।
নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার উপায়:
নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য
- নগদ একাউন্টে টাকা দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে *167# টাইপ করে ডায়াল করে দিবেন।
- তারপর এখান থেকে 7 নাম্বারে My Nagad অপশনে চলে যাবেন।
- তারপরে 1 নম্বরে Balance Enquiry তবে চলে যাবেন।
- তারপর এখানে আপনার নগদ একাউন্টের 4 সংখ্যার Pin নাম্বার দিয়ে Send এ ক্লিক করবেন।
এবার এখানে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন কত টাকা রয়েছে এভাবে খুব সহজেই কোড ডায়াল করে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন বা নগদ একাউন্টের টাকা চেক করতে পারবেন।
বিকাশে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক ঝামেলা রয়েছে বিকাশ অ্যাপসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে অথবা বিকাশের এজেন্ট পয়েন্টে গিয়ে তারপরে ছবি দিতে হবে আইডি কার্ড দিতে হবে সব ডকুমেন্ট দিয়ে তারপরে বিকাশ অ্যাকাউন্ট খোলা লাগে কিন্তু নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার বিষয়টা অনেক সহজ করে দিয়েছে এখন থেকে যেকোন বাটন মোবাইল অথবা টাচ মোবাইল দিয়ে ডায়াল করেই এক মিনিটের ভিতরে নগদ একাউন্ট খুলে ফেলানো যায়। সবথেকে বড় বিষয় হলো ভোটার আইডি কার্ডের ঝামেলা করা লাগেনা অনেক সময় বিকাশে একাউন্ট খুলতে গেলে ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে কিন্তু যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে বা এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন না
কিন্তু ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খুলতে পারবেন কারণ আপনি আপনার সিমটা যার নামে রেজিস্ট্রেশন করেছেন আপনি নগদ দিয়ে ডায়াল করে একাউন্ট খুললেই তার নামে অটোমেটিকলি আপনার নগর অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। কাজেই বিকাশ একাউন্টে তুলনায় নগদ একাউন্ট খোলা অনেক সহজ এবং নগদ এর ক্যাশ আউট চার্জ বিকাশের তুলনায় অনেক কম এবং নগদে সেন্ড মানি একদম ফ্রি এজন্য অধিকাংশ মানুষ বর্তমানে বিকাশ বাদ দিয়ে বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় নগদ কে বেশি এগিয়ে রাখছে এবং নগদ মোবাইল ব্যাংকিং দিন দিন জনপ্রিয় হয়ে উঠতেছে।
আমার মতো যদি আপনারা নগদ একাউন্ট একবার ব্যবহার করেন অবশ্যই আপনারা মোবাইল ব্যাংকিং হিসেবে টাকা লেনদেন করার জন্য নগদকেই বেছে নিবেন আমি অনেক আগে থেকে বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করা ছেড়ে দিয়েছি কারণ এদের তালবাহানা আমার ভালো লাগেনা তাছাড়া ক্যাশ আউট খরচ অনেক বেশি এবং অনেক ঝামেলা মনে হয় আমার কাছে এজন্য আমি ব্যক্তিগতভাবে নগদ মোবাইল ব্যাংকিং খুব পছন্দ করে থাকি। তো আশা করি আপনারা আজকের আর্টিকেলে খুব সহজেই বুঝতে পেরেছেন যে কোড ডায়াল করে কিভাবে নগদ একাউন্ট খোলা যায় বা কোড ডায়ালের মাধ্যমে কিভাবে নগদ একাউন্ট খুলবেন বাট মোবাইলটা নগদ একাউন্ট খোলার নিয়ম আপনারা আজকের আর্টিকেলে জানতে পেরেছেন যদি আজকে আর্টিকেলটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।