মোবাইলে পানি ঢুকলে করণীয় - মোবাইল পানিতে পড়লে করণীয়


মোবাইল পানিতে পড়ে গেলে মা মোবাইলে পানি ঢুকলে করণীয় কি বা কিভাবে আমরা মোবাইলটা ঠিক করতে পারি বাট তাৎখনিক করনীয় কি তা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো অনেকেই মোবাইল পানিতে পড়ে গেলে অনেক ভুল কাজ করেন যেগুলোর কারণে আপনার মোবাইলটা স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় এজন্য মোবাইল পানিতে পড়লে তাৎক্ষণিক করনীয় কি তা জানতে আজকের আর্টিকেলটা শেষ পর্যন্ত দেখুন। মোবাইল পানিতে পড়ে গেলে তাৎক্ষণিক করনীয় কি এবং মোবাইল পানিতে পড়ে গেলে কি কি কাজ করা যাবে না তা আপনাদের আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত তাহলে মোবাইল পানিতে পড়ে গেলেই আমরা অন্তত আমাদের মোবাইলটাকে বাঁচাতে পারবে কিভাবে তা ঠিক করব তা এখন আমি আপনাদেরকে জানাবো।


বিভিন্ন কারণে আমাদের মোবাইল ফোনে পানি লাগতে পারে যেমন বৃষ্টির পানিতে আপনার মোবাইল ফোনটা ভিজে যেতে পারে অথবা চা কফি করতে পারে আপনার মোবাইলের উপরে অথবা অসাবধানতাবশত পানি পড়তে পারে কিংবা মোবাইল ফোন এক সময় পকেটে নিয়ে আমরা পানিতে ডুব দেই যে কারণে আপনার মোবাইল ফোন ভিজে যাক না কেন বা মোবাইল ফোনে পানি লাগুক না কেন কিছু সতর্কতা এবং কিছু করনীয় করলে আপনার মোবাইলটাকে নিজেই ঠিক করতে পারবেন।

মোবাইল পানিতে পড়লে করণীয়ঃ
মোবাইল পানিতে পড়লে বেশ কয়েকটা করনীয় রয়েছে সেগুলো নিচে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব কাজগুলো অবশ্যই করবেন এবং যে কাজগুলো নিষেধ রয়েছে সে কাজগুলো কখনোই করবেন না।

ব্যাটারি, সিম, মেমোরি খুলে ফেলুন: 
মোবাইল ফোন পানিতে পড়লে সাথে সাথেই ব্যাটারি খুলে ফেলবেন কারণ ব্যাটারি সংযোগ পাইলে ভিতরে ফায়ার হয়ে আপনার মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে এজন্য ব্যাটারির চার্জের পাওয়ার যদি না পায় তাহলে মোবাইলটা বাঁচানো আপনার জন্য সহজ হবে তাই প্রথমে ব্যাটারি খুলে ফেলবেন তারপর সিম এবং মেমোরি খুলে ফেলবেন।

লেগে থাকা পানি মুছে ফেলুন:
মোবাইল ফোন পানিতে পড়ে গেলে উঠিয়ে ব্যাটারির সিম মেমোরি খুলে ফেলানোর পরেই আপনার প্রধান কাজ হবে মোবাইলে লেগে থাকা পানি সতর্কতার সাথে মুছে ফেলা। গরম কোন কাপড় বা টিস্যু দিয়ে লেগে থাকা পানি খুব সতর্কতার সহিত তাড়াতাড়ি মুছে ফেলবেন। মোবাইলে লেগে থাকা পানি মুছতে ব্যবহার করুন পেপার টাওয়েল বা নরম শুকনা কাপড়। 

ফোনটি চালের মধ্যে রাখুন: 
আপনার ভিজে যাওয়া মোবাইল ফোনটি একটি শুকনো প্লাস্টিকের ব্যাগের ভিতর রাখুন যেখানে বাতাস চলাচল করে না। এ ছাড়াও ব্যাগভর্তি বা পাত্র ভর্তি চালের মধ্যে রেখে দিতে পারেন। কারণ যে কোন ভেজা জিনিসের পানি শোষণ করার ক্ষমতা রয়েছে চালের। কি অবস্থায় চাউলের ভিতরে ২৪ ঘন্টা আপনার মোবাইল ফোনটি রেখে দিবেন তবে এই সময় ভুলেও আপনার মোবাইলের সাথে ব্যাটারি লাগাবেন না ২৪ ঘন্টা পরে চাউলের ভিতর থেকে আপনার মোবাইল ফোনটি বের করে দেখুন কোথাও পানি জমে আছে কিনা যদি দেখেন যে কোন জায়গায় পানি জমানো নাই তখন ব্যাটারি দিয়ে মোবাইল ফোনটি অন করার চেষ্টা করুন যদি আপনার মোবাইল ফোনটি অন হয় তাহলে তো আপনার কপাল ভালো আর যদি অন না হয় তাহলে ব্যাটারি খুলে রাখুন।

সার্ভিস সেন্টারে নিয়ে যান:
মোবাইল ফোন পানিতে পড়লে উপরের উপায় গুলো ব্যবহার করে যদি আপনার মোবাইল ফোনটা অন না হয় বা খুলতে না পারেন তাহলে আপনার মোবাইল ফোনটা আপনার নিকটস্থ সার্ভিসিং সেন্টারে নিয়ে যান উনারা আপনার মোবাইলটাকে খুলে সুন্দর করে সার্ভিসিং করে অন করে দিবে সেখানে হয়তো আপনার ১০০ থেকে ১৫০ টাকা মতো চার্জ নিবে এবং আপনার মোবাইল ফোনটা ঠিক করে দিবে।


মোবাইল পানিতে পড়লে যে কাজগুলো ভুলেও করবেন না: 
মোবাইল ফোন পানিতে পড়লে কোন কোন কাজ করা যাবে না বা মোবাইল ফোন পানিতে পড়লে যে কাজগুলো করলে আপনার ক্ষতির সংখ্যা আরো বেড়ে যাবে তাই অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন।

১। মোবাইল খোলার চেষ্টা করবেন না:
মোবাইল ফোন পানিতে পড়ে গেলেই অনেকেই এই ভুলটা করে থাকেন পানি থেকে উঠায়ে দুই ঝাঁকি দিয়ে ব্যাটারি লাগিয়ে মোবাইল ফোনটাকে খোলার চেষ্টা করেন এটা হবে মস্ত বড় একটা ভুল তাই কখনো মোবাইল ফোন পানিতে পড়লে উঠিয়েই অন করার চেষ্টা করবেন না কারণ যখন আপনি পানি থেকে মোবাইল ফোনটা উঠায় পুনরায় ব্যাটারি লাগিয়ে মোবাইল ফোনটা অন করার চেষ্টা করতেছেন মোবাইলের ভিতরে জমে থাকা পানি একটা আরেকটার সাথে মিশে শর্ট হয়ে আপনার মোবাইল ফোনটা চিরস্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই ভুলেও মোবাইল ফোন পানিতে পড়ে গেলে সাথে সাথে খোলার বা অন করার চেষ্টা করবেন না।

২। ভেজা মোবাইল ফ্যানের বাতাসে শুকাবেন না: 
মোবাইল ফোনে পানি পড়লে বা মোবাইল ফোন ভিজে গেলে তা ফ্যানের বাতাসে শুকাবেন না। ফ্যানের বাতাসে ভেজা মোবাইল শুকাতে দিলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। আপনার ফোনটিকে শুকানোর জন্য এয়ার কন্ডিশন ভেন্টের সামনে কিছুক্ষণ ধরতে পারেন।

৩। ভেজা মোবাইল ফুঁ বা ঝাকি দিবেন না:
মোবাইল পানিতে পড়লে বা ভেজা মোবাইল অনেকেই আমরা পানি থেকে তুলে ফু বা হাত দিয়ে ঝাঁকি দিয়ে থাকি সে ক্ষেত্রে মোবাইলের যে অংশে পানি লাগেনি বা পানি প্রবেশ করেনি সে জায়গায় ও পানি চলে যাবে তাই কখনো মোবাইল ফোন পানি থেকে উঠিয়ে ঝাঁকি দিবেন না।

৪। ভেজা মোবাইল চার্জে লাগাবেন না:
মোবাইল ফোন পানিতে পড়ে গেলে ভেজা মোবাইল কখনোই চার্জে লাগাবেন না সঠিকভাবে মোবাইলের সব পানি মুছে স্বাভাবিক করার আগে কোন অবস্থাতেই মোবাইল ফোন চার্জে লাগিয়ে দেখবেন না যে মোবাইলে চার্জ হচ্ছে কিনা অন্তত ১২ থেকে ২৪ ঘন্টা তা সিলিকা জেল অথবা চাউলের ভিতরে রেখে দিন তাহলে মোবাইলের ভিতরে জমে থাকা পানি শুষে নিবে এবং আপনার মোবাইলটা ঠিক হয়ে যাবে।

শখের মোবাইল ফোন যদি কখনো পানিতে পড়ে যায় উপরের উপায় গুলো অবলম্বন করবেন কারণ একটা মোবাইল আমাদের অনেক প্রয়োজনীয় ডাটা বহন করে মোবাইলে শুধুমাত্র ভিডিও গেম খেলা বা মুভি দেখার জন্য এখন আর মানুষ মোবাইল ফোন কিনে না মোবাইল ফোনের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জিনিস বা ডাটা থাকে আমাদের মোবাইল ফোনের ভিতরে, তাই মোবাইল ফোন পানিতে পড়ে গেলে বা মোবাইলে পানি লাগলে চিন্তার বিষয় এজন্য আজকের এই আর্টিকেল লেখা যেন আমাদের মোবাইল ফোন অসাবধানতাবশত কখনো পানি লাগলে বা পানিতে পড়ে গেলে কিভাবে তাৎক্ষণিকভাবে আমরা তার সমাধান করতে পারি 

আশা করি আজকের এই আর্টিকেলটা আপনাদের উপকারে আসবে যদি এই আর্টিকেলটা ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন! ধন্যবাদ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url