নগদ একাউন্টের মুনাফা বন্ধ করবেন যেভাবে - নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার উপায়
হ্যালো বন্ধুরা আজকের আর্টিকেলে আমি আপনাকে দেখাবো নগদ একাউন্টের মুনাফা বন্ধ করবেন যেভাবে বা নগদ একাউন্টে সুদ গ্রহণ বন্ধ করার উপায় আপনারা জানেন বর্তমান বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদ এই নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ট্রান্সফার করে মুহূর্তের ভিতর নগদ একাউন্টে ইসলামিক সিস্টেম রয়েছে অর্থাৎ আপনি চাইলে এখানে সুদ গ্রহণ বন্ধ করে দিতে পারবেন অথবা চালু করে দিতে পারবেন যদি নগদ একাউন্টে মুনাফা গ্রহণ বন্ধ করে দেন তাহলে আপনার একাউন্টে কোন প্রকার সুদ যুক্ত হবে না। আমরা জানি বাংলাদেশে ৯২% মুসলমান বসবাস করে কাজেই অনেক মানুষ এখানে ইসলামিক জীবন যাপন করে।
অধিকাংশ মানুষ চায় আমি নগদ একাউন্টে যে কয়টাকা রেখেছি সেই কয় টাকাই থাকবে অতিরিক্ত কোন টাকা সেখানে যুক্ত না হওয়ার জন্য বা কোন প্রকার সুদ যেন আমার একাউন্টে যুক্ত না হয় এর কারণে যেন আমি কোন প্রকার গুনাহগার না হয় এজন্য অধিকাংশ মানুষ নগদ একাউন্টের সুদ বন্ধ করে রাখতে চাই যারা ইসলাম মাইন্ডের রয়েছে তারা কখনোই চাইবে না তাদের একাউন্টে এক্সট্রা অর্থ যুক্ত হোক যে কারণে আজকে আপনি আমার এই আর্টিকেলটা পড়ছেন, এই আর্টিকেলে আমি খুব চমৎকারভাবে দেখিয়ে দিব কিভাবে আপনার নগদ একাউন্টের মুনাফা বা সুদ গ্রহণ বন্ধ করবেন।
নগদ একাউন্টের মুনাফা বন্ধ করার উপায়ঃ
তাহলে চলুন দেখে নেই নগদ একাউন্টের মুনাফা বন্ধ করার উপায় কি, নগদ একাউন্টের মুনাফা বন্ধ করার দুইটা উপায়ে রয়েছে প্রথমত নগদ অ্যাপস এর মাধ্যমে মুনাফা বন্ধ করতে পারবেন এবং কোড ডায়াল করে নগদ একাউন্টের মুনাফা বন্ধ করতে পারবেন দুইটা উপায়ে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব।
১। নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের মুনাফা বন্ধ করার উপায়ঃ
নগদ অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্টে মুনাফা যুক্ত হওয়া বন্ধ করে দিতে পারবেন নিচে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে কিভাবে নগদ একাউন্টের মুনাফা যুক্ত হওয়া বন্ধ করবেন।
প্রথমে আপনার নগদ অ্যাপ ওপেন করে পিন নাম্বার দিয়ে নগদ একাউন্ট লগইন করবেন তারপর একদম নিচে ডান পাশে "আমার নগদ" অপশনে ক্লিক করবেন।
তারপর নতুন একটা উইন্ডো সামনে আসবে এখানে লেখা রয়েছে (আপনি কি আপনার অ্যাকাউন্টির মুনাফা গ্রহণ বন্ধ করতে চান?) নিচে "হ্যাঁ" এবং "না" দুইটা অপশন আসবে এখান থেকে হে অপশনে ক্লিক করে দিবেন তাহলেই আপনার নগদ একাউন্টের মুনাফা গ্রহণ বন্ধ হয়ে যাবে।
এভাবে খুব সহজেই নগদ অ্যাপস এর মাধ্যমে আপনার নগদ একাউন্টের মুনাফা গ্রহণ বন্ধ করে দিতে পারবেন বা আপনার নগদ একাউন্টে সুদ যুক্ত হওয়া বন্ধ করে দিতে পারবেন।
২। কোড ডায়াল করে নগদ একাউন্টের মুনাফা বন্ধ করার উপায়ঃ
কোড ডায়াল করেও বাটন অথবা টাচ মোবাইল দিয়ে নগদ একাউন্টের মুনাফা গ্রহণ বন্ধ করে দিতে পারবেন তাহলে চলুন নিচে স্টেপ বাই স্টেপ দেখে নেই কিভাবে কোড ডায়াল এর মাধ্যমে নগদ একাউন্টের মুনাফা বন্ধ করা যায়।
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *167# টাইপ করে কল করুন।
- তারপর "My Nagad" অপশন সিলেক্ট করার জন্য 7 লিখে রিপ্লাই করুন।
- এরপর "Update Profit Status" অপশন সিলেক্ট করার জন্য 4 লিখে রিপ্লাই করুন।
- এবার সুদ গ্রহণ বন্ধ করার জন্য "NO" সিলেক্ট করতে হবে, তাই 2 লিখে রিপ্লাই করুন।
রিপ্লাই করে দেওয়ার সাথে সাথেই আপনার নগদ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ হয়ে যাবে এবং আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারে যে আপনার নগদ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ হয়ে গেছে যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় বা কোন ঝামেলা হয় তাহলে সরাসরি নগদের হেল্পলাইন 16167 নাম্বারে কল করে সমাধান করে নিতে পারবেন অথবা যদি আপনি শিওর হতে চান যে আপনার নগদ একাউন্টের সুদ গ্রহণ বন্ধ হয়েছে কিনা তাহলে অ্যাকাউন্টের হেল্পলাইন নাম্বারে 16167 কল করে জেনে নিতে পারবেন।
বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদ, নগদ মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। যতই বাড়ছে নগদ মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তা ততই নগদ মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানার জন্য মানুষের মনে উৎকণ্ঠ তৈরি হচ্ছে তার ভিতরে অন্যতম একটি হলো নগদ মোবাইল ব্যাংকিং এর সুদ গ্রহণ কিভাবে বন্ধ করা যায় অনেকে আছেন ব্যাংকে টাকা রাখেন তবুও সেখান থেকে সুদ গ্রহণ করেন না নগদ মোবাইল ব্যাংকিং তো অনেক দূরের কথা তারা প্রয়োজনের ক্ষেত্রে নগদ বা বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকে কিন্তু এখান থেকে কোন প্রকার বিনিময় বা সুদ অথবা মুনাফা গ্রহণ করতে চায় না। শুধুমাত্র প্রয়োজনের খাতিরে টাকা লেনদেনের জন্য অ্যাকাউন্টে টাকা রাখেন কোন প্রকার সুদ পেতে চান না তারা অবশ্যই চাইবেন কিভাবে এই সুদের কারবার বন্ধ করা যায়। এজন্য আজকের এই আর্টিকেল এত কষ্ট করে লেখা যেন আপনি খুব সহজেই আপনার নগদ একাউন্টে যুক্ত হওয়া মুনাফাকে বন্ধ করে দিতে পারেন।
উপরের দেখানো দুইটা উপায়ে আপনি নগদ একাউন্টে মুনাফা যুক্ত হওয়া বন্ধ করে দিতে পারবেন প্রথমে দেখাইছি নগদ মোবাইল অ্যাপসের মাধ্যমে কিভাবে নগদ একাউন্ট এর মুনাফা বন্ধ করে দিবেন এবং পরবর্তীতে দেখাইছে কিভাবে কোড ডায়াল করে নগদ একাউন্টের মুনাফা যুক্ত হও বন্ধ করে দিবেন এই দুইটা উপায়ে যেকোনো একটা উপায় আপনি অবলম্বন করে আপনার নগদ একাউন্টের মুনাফা যুক্ত হওয়ার সিস্টেম টা বন্ধ করে দিতে পারবেন তাহলে কখনোই আর আপনার অ্যাকাউন্টে মুনাফা যুক্ত হবে না যদি পরবর্তীতে কখনো সিদ্ধান্ত পরিবর্তন করেন না এর জায়গায় হ্যাঁ দিয়ে দিলেই আবার মুনাফা যুক্ত হওয়া শুরু হয়ে যাবে।
আমাদের এই ওয়েবসাইটটা টেকনোলজি রিলেটেড বিভিন্ন আর্টিকেল লেখা হয়ে থাকে আমাদের ওয়েবসাইটে এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল অনেক রয়েছে আপনি ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং যদি আজকের এই আর্টিকেলটা ভালো লেগে থাকে আপনার বন্ধুকে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন!! ধন্যবাদ।