২০২৪ সালে ১০০০ ভিউতে ইউটিউব কত টাকা দেয়? | How Much Youtube Pay For 1000 Views 2024


প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো ২০২৪ সালে এক হাজার ভিউতে ইউটিউব কত টাকা দেয় ইউটিউব থেকে ইনকাম করা অনেকের স্বপ্ন অনেকে অলরেডি ইউটিউবে চ্যানেল খুলে কাজ শুরু করে দিয়েছেন কিন্তু সবাই জানতে চাচ্ছেন ১০০০ ভিউ হলে ইউটিউব বর্তমানে কত টাকা ইনকাম দেয় আজকের আর্টিকেলে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব ১০০০ ভিউতে ইউটিউব কত টাকা ইনকাম দেয় 2024 সালে অনেকে আবার ইংরেজিতে প্রশ্ন করেন How Much Youtube Pay For 1000 Views 2024 যে যেভাবেই প্রশ্ন করেন আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো ইউটিউব long ভিডিওতে এক হাজার ভিউজ হলে কত ইনকাম দেয় এবং ইউটিউব শর্ট ভিডিওতে এক হাজার ভিউতে কত ইনকাম দেয় জানতে হলে আজকের এই আর্টিকেলটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি স্ক্রিনশট সহ প্রমান দেখতে পারবেন।


আমি সেই 2016 সাল থেকে ইউটিউব ইন করি যখন ইউটিউব চ্যানেল খুলে সাথে সাথেই চ্যানেল মনিটাইজ করা যেত এবং চ্যানেলের ইনকাম এ্যাডসেন্সে CPC হিসেবে দেখা যেতো, কালের বিবর্তনে সেসব উঠে গেছে এখন ইউটিউব এর ইনকামের কোন ডেটা adsence এ দেখা যায় না শুধুমাত্র সেখানে পেমেন্ট সিস্টেমটা রাখা হয়েছে বাকি সবকিছু এখন ইউটিউব এর স্টুডিওর ভিতরে গিয়ে দেখতে হয় তবে ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে আপনি দেখতে পারবেন ১ হাজার ভিউ হলে আপনার চ্যানেলে কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম দিচ্ছে। এখানে আপনার আরো একটা বিষয় জেনে রাখা ভালো প্রত্যেকটা ভিডিওতে ১০০০ ভিউ অনুপাতে আলাদা আলাদা ইনকাম দিয়ে থাকে। 


২০২৪ সালে ১০০০ ভিউতে ইউটিউব কত টাকা দেয়?

এখন আমরা জানবো ২০২৪ সালে ১০০০ ভিউতে ইউটিউব কত টাকা ইনকাম দেয়, কারন আমরা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চাই তাদের আগে থেকে জানতে মন চায় যে ইউটিউব থেকে কেমন ইনকাম করা সম্ভব, দেখুন ইউটিউব প্রতি এক হাজার ভিউতে কত টাকা ইনকাম দেয় এটা RPM হিসেবে দেখানো হয়। প্রতিটা ভিডিওর Analytics থেকে Revenue তে ক্লিক করলে একটু নিচে আসলে "Revenue for every 1K views (RPM)" এই লেখাটা দেখতে পারবেন এবং এই লেখার পাশে ডলার দেখতে পারবেন যে প্রতি এক হাজার ভিউতে ইউটিউব আপনাকে কত সেন্ট বা কত ডলার ইনকাম দিচ্ছে। তবে এটা প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে আমি নিচে কয়েকটা প্রমাণ দিচ্ছি তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। 


এখানে কয়েকটা স্ক্রিনশট দেখে আপনি নিশ্চয়ই একটা আইডিয়া তৈরি করতে পেরেছেন যে ইউটিউব এর প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা রকম RPM দিয়ে থাকে এই প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা রকম RPM কে গড় হিসাব করে আবার আপনার চ্যানেলের গড় RPM বের করা যায় অর্থাৎ আপনার চ্যানেলে সমস্ত ভিডিও মিলে গড় হিসাব করলে ১০০০ ভিউতে কত ইনকাম দিচ্ছে, এখানেও প্রত্যেকটা চ্যানেল বা আপনার কনটেন্টের ক্যাটাগরি অনুযায়ী ইনকাম কম বেশি হয়ে থাকে। যেমনটা নিচে দুইটা ইস্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন। (তবে গড় হিসেবে বাংলাদেশে বাংলা কনটেন্ট এ ১০০০ ভিউ হলে ০.২০$ থেকে ০.৫০$ এরকম ইনকাম দিয়ে থাকে, গড় হিসাবে বলতে গেলে ৩ থেকে ৫ হাজার ভিউ হলে ১ ডলার হয়ে থাকে)


RPM কেন কম বেশি হয়?

দেখুন RPM হলো: Revenue Per Mille অর্থাৎ প্রতি এক হাজার ভিউতে আপনাকে কত টাকা ইনকাম দিচ্ছে এই RPM প্রতিটা ভিডিও এবং প্রতিটা চ্যানেলের জন্য আলাদা আলাদা হয়ে থাকে এখন কথা হচ্ছে কেন RPM কম বেশি হয়? ভিডিওতে আরপিএম কম বেশি হওয়ার কারণ হলো আপনার ভিডিও গুলো কোন দেশ থেকে দেখা হচ্ছে এবং আপনার ভিডিওতে যে বিজ্ঞাপন গুলো দেখানো হচ্ছে সেই বিজ্ঞাপন গুলোর ভ্যালু কেমন অর্থাৎ আপনার ভিডিওতে যে বিজ্ঞাপন গুলো শো করছে বা দেখানো হচ্ছে সেই বিজ্ঞাপন গুলো আপনার ভিডিওতে দেখানোর জন্য বিজ্ঞাপন কোম্পানি ইউটিউব কে কেমন টাকা পেমেন্ট করতেছে তার উপরে নির্ভর করবে আপনার ওই ভিডিওতে ইউটিউব কেমন RPM দিবে যদি High CPC আপনার ভিডিওতে শো করে তাহলে বিজ্ঞাপন কোম্পানি ইউটিউব কে বেশি টাকা দিবে এবং ইউটিউবও আপনাকে বেশি টাকা দিবে অর্থাৎ আপনার ওই ভিডিওর RPM বেশি হবে।

অনুরূপভাবে আপনার কোন ভিডিওতে যদি LOW CPC এড শো হয় তাহলে বিজ্ঞাপন কোম্পানি ইউটিউব কে কম টাকা দিবে এবং ইউটিউব আপনাকে কম টাকা দিবে যে কারণে আপনার ওই ভিডিওতে RPM কম থাকবে। 


তবে এখানে কেমন RPM এর বিজ্ঞাপন আপনার ভিডিওতে দেখানো হবে তা অনেকটা কান্ট্রি এর উপরে নির্ভর করে অর্থাৎ আপনার ভিডিওতে ভিজিটর কোন দেশ থেকে আসতেছে সেই দেশটা যদি উন্নত দেশ হয় সেই দেশের টাকার মান যদি ভাল হয় তাহলে তাদের সামনে যে বিজ্ঞাপন গুলো দেখানো হবে সে বিজ্ঞাপন গুলো অবশ্যই High CPC হতে হবে এবং সেই কোম্পানিগুলো ইউটিউবকে মোটা অংকের টাকা পেমেন্ট করে যে কারণে ইউটিউব ও তার একটা পার্সেন্টেজ হিসেবে আপনাকে দেয় আর আপনার ওই ভিডিওর RPM বেশি থাকে, ঠিক এভাবেই যখন অনুন্নত এবং উন্নয়নশীল আমাদের বাংলাদেশের মতো দেশের ভিজিটর যদি আপনার ভিডিও দেখে যেখানে টাকার মান খুবই কম সেখানে অবশ্যই লো-সিপিসি বিজ্ঞাপন দেখানো হবে আপনার ভিডিওতে এবং আপনার ভিডিওর RPM কম থাকবে।


RPM বাড়াবেন কিভাবে?

যদি আপনার ইউটিউব ভিডিওতে RPM বানাতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব উন্নত কান্ট্রি কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আপনি যদি ইংলিশ কনটেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার ভিডিওগুলো বিশ্বের সমস্ত দেশের মানুষ দেখবে এবং বিশেষ করে উন্নত দেশের মানুষগুলো আপনার ভিডিও দেখবে কাজেই উন্নত দেশের মানুষের সামনে দামি বিজ্ঞাপন সহ হবে এবং আপনার ভিডিওতে RPM অনেক বেশি থাকবে। যেখানে বাংলাদেশে এক হাজার ভিউতে ২০ থেকে ৩০ সেন্ট ইনকাম দিবে সেখানে উন্নত কান্ট্রি থেকে ইংলিশ কনটেন্টে আপনাকে এক হাজার ভিউ হলে 1$ থেকে 5$ ডলার ইনকাম দিবে।


RPM কিভাবে চেক করবেন?

আরপিএম আপনি মোবাইল এবং কম্পিউটার যেকোন ডিভাইস থেকেই চেক করতে পারবেন আপনি চাইলে YT Studio এপ্লিকেশনের মাধ্যমেও আপনার চ্যানেলের অথবা নির্দিষ্ট কোন ভিডিও RPM চেক করতে পারবেন। এজন্য আপনার ভিডিওর Analytics এ গিয়ে Revenue সেকশনে ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসলেই ওখানে RPM দেখতে পারবেন অথবা আপনি যদি সম্পূর্ণ চ্যানেলের RPM দেখতে চান তাহলে আপনার চ্যানেলের Analytics এ গিয়ে Revenue সেকশনে ক্লিক করে একটু নিচের দিকে আসলেই ওখানে আপনার সমস্ত চ্যানেলের গড় RPM দেখতে পারবেন এবং খুব সহজেই বুঝতে পারবেন আপনার চ্যানেলে এক হাজার ভিউ হলে ইউটিউব গড়ে কত টাকা ইনকাম দিচ্ছে। নিচের স্ক্রিনশটটা দেখুন। 



ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব?

দেখুন বাংলাদেশে হাজার হাজার ইউটিউবার রয়েছে তারা প্রতি মাসে ১০০ ডলার থেকে শুরু করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে তবে প্রত্যেকের কাজের ধরন আলাদা কে কি ধরনের কনটেন্ট নিয়ে কাজ করে তার উপরে তার চ্যানেলের ইনকাম নির্ভর করে। ইউটিউব থেকে সত্যিই অনেক ভালো টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি আপনার কনটেন্ট কে সুন্দর করতে পারেন আপনার চ্যানেলকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন তাহলে ইউটিউব আপনার ক্যারিয়ার হতে পারে চাকরি না করে আপনি চাইলে ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। তবে বাংলাদেশ থেকে বাংলা কনটেন্ট এর ইনকাম তুলনামূলক একটু কম হলেও ভিউজ মোটামুটি হয়ে থাকে কিন্তু বাংলাদেশ থেকে আপনি চাইলে ইংলিশ কনটেন্ট নিয়েও কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে এবং আপনার ভিডিওগুলো তখন বিশ্বের সমস্ত মানুষ দেখতে পারবে আপনার ভিডিওতে RPM বেশি থাকবে ইনকাম বেশি হবে।


আমি আশা করি আজকের এই আর্টিকেলে আপনি RPM সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন এবং বাংলাদেশ থেকে বর্তমানে গড় হিসাবে এক হাজার ভিউ হলে ইউটিউব কত টাকা ইনকাম দিচ্ছে এবং RPM কিভাবে কাজ করে RPM কি? কিভাবে RPM বাড়াবেন? কিভাবে RPM চেক করবেন ইত্যাদি। যদি আজকের আর্টিকেলটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাইটে ভিজিট করবেন! ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url