সকল সিমে টাকা কাটা বন্ধ করার কোড - All Service Stop Code (All Sim)


প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো সকল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় বা সকল সিমে টাকা কাটা বন্ধ করার কোড অনেকেই এই সমস্যাটার মুখোমুখি হয়ে থাকেন সিমে টাকা রিচার্জ করেছেন হঠাৎ করেই ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা কেটে নিচ্ছে কিন্তু কি কারনে টাকা কেটে নিচ্ছে তা আপনি জানেন না এবং বন্ধ করতে পারছেন না তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সকল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় আজকের এই আর্টিকেলে আপনাকে আমি এমন কোড দিব যে কোড দিয়ে আপনি বাংলালিংক এর টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন আবার গ্রামীণফোন বা জিপি সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন এবং রবি সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন তাছাড়া এয়ারটেল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন সব শেষ টেলিটক সিমের টাকা কাটা সার্ভিস ও বন্ধ করে দিতে পারবেন। 


আমরা নিজেদের অজান্তেই অনেক সময় বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে ফেলি তারপরে মোবাইলে টাকা রিচার্জ করলেই হুটহাট করে একটা মেসেজ আসে এবং ১০ টাকা ২০ টাকা ৩০ টাকা কেটে নেয়। কাজেই এই অপ্রয়োজনীয় কোন কারণে যদি এক টাকাও কখনো কেটে নেয় সেটা নিজের কাছে খুবই খারাপ লাগে তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো বাংলালিংক সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় পাশাপাশি জিপি সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় এবং এয়ারটেল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় আর রবি সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় এবং বাংলাদেশের সিম টেলিটক সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়। এক কথায় বাংলাদেশের সকল সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় আজকের এই আর্টিকেলে আমি আপনাকে শেখাবো বাংলাদেশের সকল সিমের ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার কোড বা সকল সিমের ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার উপায়। তাহলে চলুন প্রথমে দেখে আসি গ্রামীণফোন বা জিপি সিমের ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করার উপায় বা গ্রামীণফোন বা জিপি সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়।


গ্রামীণফোন/জিপি সিমে টাকা কাটা বন্ধ করার‌ উপায়:

আপনার গ্রামীন সিমে যদি হুটহাট করে কোন কারণ ছাড়া টাকা কেটে নেয় অনেক সময় দেখা যায় যে এক একটা মেসেজ আসে এবং ফোন থেকে অটোমেটিকলি টাকা কেটে নেয় তাহলে বুঝবেন আপনার সিমে টাকা কাটা সার্ভিস চালু হয়ে গেছে এই সার্ভিসটি আপনাকে বন্ধ করে দিতে হবে কিন্তু আপনি জানেন না যে আপনার সিমে কোন অফার চালু হয়ে গেছে এজন্য এই আর্টিকেলে এখন আমি আপনাকে এমন একটা কোড দিব এই কোড ডায়াল করলে আপনার সিমে চালু থাকা সকল সার্ভিস গুলো একসাথে বন্ধ হয়ে যাবে সে ক্ষেত্রে আপনার সিমে টাকা কাটা বন্ধ হয়ে যাবে। জিপি সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার জন্য (gp sim all service stop code) আপনার ফোনের ডায়াল পেডে গিয়ে *121*6*1# টাইপ করে কল করে দিবেন আপনার কাজ শেষ। আপনার মোবাইলে সাথে সাথে একটা মেসেজ আসবে এবং ৭২ ঘণ্টার ভিতরে আপনার গ্রামীণফোন বা জিপি সিমে চালু থাকা টাকা কাটা সকল সার্ভিস গুলো বন্ধ হয়ে যাবে তবে সাধারণত 72 ঘন্টা সময় লাগে না সাথে সাথেই টাকা কাটা সার্ভিস গুলো বন্ধ হয়ে যায় এভাবে আপনার গ্রামীণফোন বা জিপি সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন। বা গ্রামীণফোন বা জিপি সিমের ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ করার উপায়।


বাংলালিংক সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়:

যদি খেয়াল করেন আপনার বাংলালিংক সিমে কোন কারন ছাড়াই ইচ্ছামত টাকা কেটে নিচ্ছে আপনি ইন্টারনেট ও চালাচ্ছেন না মোবাইলে কথা বলতেছেন না অথচ মোবাইলে যে টাকা রেখেছিলেন সেখান থেকে টাকা কেটে নিচ্ছে আর মেসেজ আসতেছে তাহলে বুঝবেন আপনার বাংলালিংক সিমে কোন টাকা কাটা সার্ভিস চালু হয়ে গিয়েছে কিন্তু আপনি জানেন না আপনার সিমে কোন সার্ভিস চালু হয়ে গিয়েছে এজন্য নির্দিষ্ট সেই অফারটা আপনি বন্ধ করতে পারতেছেন না তাই আজকের এই আর্টিকেলে এখন আমি আপনাকে দেখাবো এমন একটা কোড এই কোড ডায়াল করে আপনার বাংলালিংক সিমে চালু থাকা সকল টাকা কাটা সার্ভিস বা আপনার বাংলালিংক সিমে তা চালু থাকা সকল ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ করার উপায়। বাংলালিংক সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার জন্য (banglalink sim all service stop code) আপনার মোবাইলের ডায়াল পেডে গিয়ে *121*7*1*2*1# টাইপ করে কল করে দিবেন একটু পরেই আপনার সিমে একটি মেসেজ আসবে এবং সেখানে জানিয়ে দিবে আপনার বাংলালিংক সিমে চালু থাকা সকল ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে এবং সাথে সাথেই আপনার বাংলালিংক সিমের চালু থাকা টাকা কাটা সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে। তবে banglalink সিমে চালু থাকা সকল ভালুএড সার্ভিস বন্ধ হতে সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অবশ্যই এই কোড ডায়াল করলে আপনার বাংলালিংক সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে।


রবি সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়:

রবি সিমে এক একটা এসএমএস আসে আর অটোমেটিক মোবাইল থেকে টাকা কেটে নেয় এরকম যদি খেয়াল করেন যে সিম থেকে অটোমেটিক টাকা কেটে নিচ্ছে তাহলে বুঝবেন আপনার রবি সিমে টাকা কাটা সার্ভিস চালু হয়ে গিয়েছে কিন্তু কোন সার্ভিস চালু হয়েছে তা যদি বুঝতে না পারেন তাহলে একসাথে রবি সিমে চালু থাকা সকল টাকা কাটা সার্ভিস গুলো বন্ধ করে দিতে হবে। তাহলে আপনার রবি সিমে টাকা কাটা বন্ধ হয়ে যাবে আজকের এই আর্টিকেলে আমি এখন আপনাকে এমন একটি কোড দিব এই কোড ডায়াল করলে আপনার রবি সিমে টাকা কাটা সকল সার্ভিস একসাথে বন্ধ হয়ে যাবে। রবি সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করার জন্য (robi sim all service stop code) আপনার মোবাইলের ডায়াল পেডে গিয়ে *9# টাইপ করে আপনার রবি সিম দিয়ে কল করে দিবেন। সাথে সাথেই আপনার সিমে একটি মেসেজ চলে আসবে এবং সেখানে দেখা যাবে আপনার রবি সিমে চালু থাকা সকল ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে বা আপনার রবি সিমে চালু থাকা সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিয়েছে। তবে রবি সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ হওয়ার জন্য সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে তাই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তবে বেশিরভাগ সময় সাথে সাথেই সকল সার্ভিস গুলো বন্ধ হয়ে যায় এই কোড ডায়াল করার ফলে এখন থেকে আপনার রবি সিমে আর কোন টাকা কাটবে না।


এয়ারটেল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়:

যদি আপনি এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে airtel সিমে বিভিন্ন সময়ে একেকটা মেসেজ আসে এবং মোবাইল থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় এই যে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় এটা বন্ধ করার জন্যই আজকের এই আর্টিকেল যদি কখনো দেখেন আপনার এয়ারটেল সিমে মেসেজ এসে এসে টাকা কেটে নিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার সিমে কোন না কোন টাকা কাটা সার্ভিস বা ভ্যালু আ্যাডেড সার্ভিস চালু হয়ে গেছে এর সার্ভিসটি বন্ধ করে দিলেই আপনার টাকা কাটা বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি জানেন না যে কোন সার্ভিস চালু হয়েছে এজন্য নির্দিষ্ট সেই সার্ভিসটি আপনি বন্ধ করতে পারতেছেন না আপনার টাকা কাটা অব্যাহত রয়েছে,, তাই এখন আমি আপনাকে এমন একটি কোড দিব এই কোড ডায়াল করলে আপনার এয়ারটেল সিমে টাকা কাটা সকল সার্ভিস একসাথে বন্ধ হয়ে যাবে। বা আপনার এয়ারটেল সিমে চালু থাকা সকল ভ্যালু আ্যাডেড সার্ভিস একসাথে বন্ধ হয়ে যাবে। এয়ারটেল সিমে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার জন্য (airtel all service stop code) আপনার মোবাইলের ডায়াল পেডে গিয়ে *9# টাইপ করে আপনার এয়ারটেল সিম থেকে কল করে দিন সাথে সাথেই আপনার সিমে চালু থাকা সকল টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে তা একটি এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন জানানো হবে। তবে অনেক সময় এয়ারটেল সিমের ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ হতে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে তবে অধিকাংশ সময় এই কোড ডায়াল করার সাথে সাথেই এয়ারটেল সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ হয়ে যায়। যদি সাথে সাথে বন্ধ না হয় তাহলে একটু অপেক্ষা করবেন কারণ এই কোড ডায়াল করলেই অবশ্যই আপনার এয়ারটেল সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে।


টেলিটক সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়:

দেশীয় সিম টেলিটকে অনেক সময় মেসেজ আসে এবং টাকা কেটে নেয় এ ধরনের কমপ্লেন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার টেলিটক সিমে কোন ভ্যালু আ্যাডেড সার্ভিস বা টাকা কাটা সার্ভিস চালু হয়ে গেছে এবার আপনার মোবাইলের মেসেজ চেক করবেন যে কোন সার্ভিসটি চালু হয়ে গেছে যদি সেটা ওখান থেকে বন্ধ করতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন অথবা একাধিক সার্ভিস যদি চালু হয়ে থাকে তাহলে এখন আমি আপনাকে যে উপায় দেখাবো এই উপায়ে আপনার টেলিটক সিমে চালু হওয়া সকল টাকা কাটা সার্ভিস একসাথে বন্ধ করে দিতে পারবেন। টেলিটক সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করার জন্য (teletalk all service stop code) আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে STOP ALL টাইপ করে 335 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিন। একটু পরেই একটা ফিরতে মেসেজ আসবে এবং আপনাকে জানিয়ে দিবে আপনার টেলিটক সিমে চালু থাকা সকল ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে বা আপনার টেলিটক সিমে চালু থাকা সকল টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে তবে অনেক সময় সকল সার্ভিসগুলো বন্ধ করতে ৭২ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু আর কিছু করতে হবে না কারণ আপনি অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছেন এবার অটোমেটিকলি আপনার টেলিটক সিমে চালু থাকা সকল ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।


স্কিটো সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায়: 

স্কিটো দাবি করে তারা গ্রাহকের ফোন থেকে হুটহাট করে টাকা কেটে নেয় না বা এরকম কোন সার্ভিস তাদের নাই এজন্য আমি যে মুহূর্তে আর্টিকেলটা লিখতেছি এই মুহূর্ত পর্যন্ত স্কিটো সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার কোন উপায় নাই। তারা দাবি করে Skitto তে এই ধরনের কোন সার্ভিস নেই যে আপনার অ্যাকাউন্ট থেকে কোন কারণে অযথা টাকা চার্জ করবে। 


এভাবে খুব সহজে বাংলাদেশের সকল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করে দিতে পারবেন এবং যারা প্রশ্ন করেছিলেন সকল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার উপায় বা সকল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ করার কোড কি আশা করি তারা সঠিক উত্তর পেয়েছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন এভাবে খুব সহজেই বাংলাদেশের সকল সিমের টাকা কাটা ভ্যালু আ্যাডেড সার্ভিস বন্ধ করে দিতে পারবেন। তবে অধিকাংশ সময় এই উপায় গুলো অবলম্বন করার সাথে সাথে টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যায় তবে সকল সিমে টাকা কাটা সার্ভিস বন্ধ হতে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। 


যদি আজকের আর্টিকেলটা ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে তারাও বিষয়টা জানতে পারবে এবং পরবর্তীতে এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন! ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url