আপনার ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা চেক করুন - ফেসবুক পেজ মনিটাইজ করার শর্ত ২০২৪
ইউটিউবের মতো ফেসবুক পেজ এ মনিটাইজ করে ইনকাম করা যায় তা হয়তো আপনার আর জানার বাকি নাই তবে একটা ফেসবুক পেজ মনিটাইজ করে ইনকাম করতে হলে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে এবং আপনার পেজটা আদেও এ সকল শর্ত পূরণ করার পরে মনিটাইজ হবে কিনা তা কিভাবে চেক করবেন এটাই আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো অনেক কষ্ট করে ফেসবুকের ক্রাইটেরিয়া পূরণ করার পরেও যদি আপনার পেজটা মনিটাইজ না হয় এ দুঃখ রাখার জায়গা পাবেন না তাই আজকের আর্টিকেলে আমি আপনাকে দেখাবো ফেসবুক মনিটাইজ হবে কিনা আগে থেকে কিভাবে জানবেন।
একটা সময় ছিল যখন ভিডিও ছেড়ে শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম করা যেত ইউটিউব একচেটিয়া ব্যবসা বহুবছর ধরে করেছে পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে আসলো আরেকটা প্লাটফর্ম এখন থেকে ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক আইডি প্রফেশনাল মুড অন করে সেখানে ভিডিও ছেড়ে ইনকাম করতে পারবেন ইউটিউবের মতো এবং ১০০ ডলার হলেই মাস শেষে পেমেন্ট নিয়ে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া। আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা তা চেক করবেন কিভাবে এবং ২০২৪ সালে ফেসবুক মনিটাইজেশন শর্ত কি কি বা Facebook Monetization Criteria 2024 তাহলে চলুন বেশি কথা না বলে ভুল কাজে চলে যাই।
ফেসবুক পেজ মনিটাইজেশন শর্ত সমূহ:
একটা ফেসবুক পেজ মনিটাইজ করতে চাইলে অবশ্যই ফেসবুকের এই শর্তগুলো আপনাকে মেনে তারপর আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবেন এখানে প্রশ্ন আসে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে কয়টি শর্ত পূরণ করতে হবে এ প্রশ্নের উত্তর যদি বলতে যাই তাহলে একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই ৫ টি শর্ত পূরণ করতে হবে। কোন ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে যে পাঁচটি শর্ত পূরণ করতে হবে তা নিচে ধারাবাহিকভাবে দেওয়া হল।
১. You reside in an eligible country (কোন ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে আপনি যে দেশে বসবাস করতেছেন আপনার দেশে ফেসবুক মনিটাইজেশন চালু রয়েছে কিনা তা এখান থেকে চেক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে অবশ্যই আপনার দেশে ফেসবুক মনিটাইজেশন চালু থাকতে হবে এক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা রয়েছেন তাদের কোন চিন্তা নেই আমাদের দেশে অলরেডি ফেসবুক পেজ মনিটাইজেশনের পারমিশন রয়েছে)
২. You follow Facebook's Content Monetization Policies (একটা ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক মনিটাইজেশন কনটেন্ট পলিসিটা মানতে হবে আপনার পেইজে যদি এই পলিসি না মানেন তাহলে সেই পেজ কখনো মনিটাইজ করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি রয়েছে এই পলিসিটা আপনার পেজ সঠিকভাবে পালন করছে কিনা তা এখান থেকে দেখে নিতে পারবেন এবং এটাই হচ্ছে ফেসবুক মনিটাইজেশন দ্বিতীয় শর্ত)
৩. Your profile has at least 5,000 followers (ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে সেই পেজে অবশ্যই ৫০০০ ফলোয়ার থাকতে হবে বাধ্যতামূলক এখানে ফলোয়ার বোঝানো হয়েছে লাইক না। তাই কোন ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে অবশ্যই সেই পেজে ৫০০০ ফলোয়ার আপনাকে করতে হবে)
৪. Content criteria: Your eligible videos, including on-demand, live and previously live, have been viewed at least 60,000 minutes in the last 60 days (কোন পেজ মনিটাইজ করতে চাইলে সব থেকে বড় শর্ত হচ্ছে এটা আপনার পেইজে সর্বশেষ ৬০ দিন অর্থাৎ দুই মাসের ভিতরে আপনার পেজে আপলোড করা ভিডিও এবং লাইভ স্ট্রিম থেকে ৬০,০০০ মিনিট ভিউ থাকতে হবে। অনেকেই এটা বুঝতে পারতেছেন না ধরুন আপনার পেইজে একটা ভিডিও আপলোড করেছেন যার দৈর্ঘ্য পাঁচ মিনিট সেখান থেকে কেউ একজন আপনার ভিডিওটা এক মিনিট দেখেছে তাহলে এখানে এক মিনিট কাউন্ট হবে এভাবে আপনার পেইজে আপলোড করা সমস্ত ভিডিও এবং লাইভ স্ট্রিম থেকে ৬০ হাজার মিনিট ভিউজ হতে হবে সর্বশেষ ৬০ দিন অর্থাৎ দুই মাসের ভিতর)
৫. You've shared at least 5 eligible videos in the last 30 days that were either on-demand, live, or previously live (ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে পাঁচ নাম্বার এবং সর্বশেষ শর্ত হলো লাস্ট ৩০ দিনের ভিতরে আপনাকে অবশ্যই ৫ টা ভিডিও অথবা লাইভ স্ট্রিম আপনার পেইজে পোস্ট করতে হবে। যদি আপনার ফেসবুক পেজ মনিটাইজ করতে চান তাহলে সর্বশেষ ত্রিশ দিনের ভিতরে অবশ্যই ৫ টা বা তার বেশি ভিডিও অথবা লাইভ স্ট্রিম সেখানে আপলোড করতে হবে)
কোন ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে অবশ্যই আপনাকে উপরের এই পাঁচটা শর্ত পূরণ করতে হবে এই পাঁচটা শর্তের ভিতর কোন একটা শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকের দেওয়া এই পাঁচটা শর্ত আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হবে তাহলে আপনার পেজটাকে মনিটাইজ এর জন্য আবেদন করতে পারবেন যখন আপনার পেজ মনিটাইজ এর জন্য আবেদন করবেন ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটাকে ভালোভাবে চেক করবে এবং যদি আপনার পেজ মনিটাইজ দেওয়ার মত হয় আপনার পেজকে তারা মনিটাইজ অন করে দিবে তারপর আপনি আপনার পেজে কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা চেক করার উপায়:
একটা ফেসবুক পেইজ খুলে সেখানে শুধু ভিডিও আপলোড করে লাস্ট ৬০ দিনের ভিতরে ৬০০০০ মিনিট ভিউ আনতে পারলেই ভাববেন না যে আপনার পেজটা মনিটাইজ হবে কোন একটা পেজকে মনিটাইজ করতে হলে অবশ্যই উপরের পাঁচটা শর্ত পূরণ করতে হবে এবং আজকের এই আর্টিকেলে আমি আপনাকে এখন দেখাবো আপনার ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা তা আগে থেকে কিভাবে চেক করবেন উপরোক্ত পাঁচটা কঠিন শর্ত পূরণ করে যখন আপনার পেজটা মনিটাইজদের জন্য আবেদন করবেন ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটা রিভিউ করে যদি মনিটাইজ না দিয়ে রিজেক্ট করে দেয় এ দুঃখ রাখার জায়গা পাবেন না।
তাই আগে থেকে চেক করুন আপনার পেজ মনিটাইজ হবে কিনা বা আপনার পেজের ভিতরে কি কি সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে যদি আপনার পেজটাকে মনিটাইজ এর জন্য আবেদন করেন তাহলে প্রথম চান্সেই আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যাবে তাই বেশি কথা না বলে এখন সরাসরি আমরা ফেসবুকে চলে যাবে এবং স্ক্রিনশট সহকারে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে চেক করবেন আপনার ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা।
ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা তা দেখার জন্য ফেসবুক থেকে আপনার পেজের ভিতরে চলে যাবেন।
👆এবার এখান থেকে "Professional dashboard" এখানে ক্লিক করবেন।
👆এবার নিচের দিকে এসে "Monetization" সেকশন এ ক্লিক করে দিবেন।
👆তারপর একটু নিচের দিকে এসে এখান থেকে "In-stream Ads" এখানে ক্লিক করে দিবেন।
👆আবারো নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন এর পাঁচটা শর্ত রয়েছে যেখানে প্রথম শর্ত হল (You reside in an eligible country) আপনার দেশে মনিটাইজেশন চালু রয়েছে কিনা, যদি আপনার দেশে মনিটাইজ চালু থাকে তাহলে বাম পাশে ✅ টিক মার্ক থাকবে এবং আপনি ইনকাম করতে পারবেন আপনার পেজটা মনিটাইজ করে।
👆তারপর এখানে ২ নাম্বার সেকশনে দেখতে পারবেন (You follow Facebook's Content Monetization Policies) এখানে বলতেছে ইউটিউব এর কনটেন্ট মনিটাইজেশন পলিসি আপনার পেজ পালন করতেছে কিনা যদি আপনার পেইজে সবকিছু ঠিকঠাক থাকে আপনি পলিসি সঠিকভাবে মেনে থাকেন তাহলে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এর বাম পাশে ✅ টিক মার্ক থাকবে।
কোন একটা পেজ মনিটাইজ করার জন্য উপরের এই দুইটা জায়গায় যদি আপনার টিক মার্ক থেকে থাকে তাহলে নিচে আর যে তিনটা শর্ত পূরণ করা লাগবে এই তিনটা শর্ত পূরণ করতে পারলেই আপনার ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবেন তবে বাংলাদেশ এবং ভারত থেকে যদি আবার আর্টিকেলটা পড়ে থাকেন প্রথম শর্তটা আমাদের দেশে পূরণ রয়েছে এবং দুই নাম্বার যে শর্তটা রয়েছে এটা হচ্ছে আপনার পেজ ফেসবুকের পলিসি বা ফেসবুকের নিয়ম কানুন সঠিকভাবে পালন করতেছে কিনা এখানে যদি টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার পেজ সঠিক রয়েছে নিচের শর্তগুলো পূরণ করলে আপনার পেজ মনিটাইজ হবে এবং ইনকাম করতে পারবেন এবং যদি এখানে আপনার পেজে কোন পলিসি ইস্যু থেকে থাকে তাহলে সেগুলো রিমুভ করে আপনার পেজটাকে মনিটাইজ করতে হবে এখানে ইস্যু থাকাকালীন আপনার পেজ মনিটাইজদের জন্য আবেদন করলেও মনিটাইজ পাবেন না!
ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায়?
অনেকেই এখনো জানেন না ফেসবুকে পেজ থেকে আসলে কিভাবে ইনকাম হয় এবং ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায় ফেসবুক পেজ থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে প্রথমে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে তারপর সেখানে ফেসবুকের নিয়ম মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার পেজে আপলোড করা ভিডিও গুলো যখন সর্বশেষ দুই মাসের ভিতরে ৬০ হাজার মিনিট ভিউ হয়ে যাবে এবং আপনার পেইজে ৫০০০ ফলোয়ার হয়ে যাবে আর আপনার পেজ ফেসবুকের নিয়ম পালন করবে তখন আপনার পেইজে ইউটিউব এর মত মনিটাইজেশন এনাবেল করতে পারবেন।
যখন আপনার পেজ ফেসবুক মনিটাইজেশন এনাবেল হয়ে যাবে তখন আপনার ভিডিওতে ফেসবুক কর্তৃপক্ষ বিজ্ঞাপন দিবে যেরকমটা আপনি টিভিতে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন এরকম আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে ফেসবুক কর্তৃপক্ষ এবং সেই বিজ্ঞাপন কোম্পানি থেকে ফেসবুক যে টাকা নিয়েছে সেখান থেকে একটা পারসেন্টেন্স আপনার একাউন্টে এসে যোগ হবে এবং যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ১০০ ডলার অথবা তার বেশি ইনকাম জমা হবে তখন এটাকে আপনি ব্যাংকের মাধ্যমে ইউটিউব এর মতো পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
আপনি হয়তো জানলে অবাক হবেন বাংলাদেশে এরকম অনেক কন্টেন্ট ক্রিকেটার রয়েছে যারা প্রতি মাসে ফেসবুক থেকে হাজার হাজার ডলার ইনকাম করতেছে কাজেই আপনার ভিতরে যদি তেমন কোন ক্রিয়েটিভিটি থেকে থাকে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে আসতে পারেন এবং আপনার পেজটা মনিটাইজ করে সেখানে কন্টেন্ট আপলোড করে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন।
আশা করি আজকের এই আর্টিকেলটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি প্রথমতঃ ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে বা ২০২৪ সালে ফেসবুক পেজ মনিটাইজ করতে হলে কি কি লাগবে, দ্বিতীয়তঃ আপনার ফেসবুক পেজ মনিটাইজ হবে কিনা তা কিভাবে চেক করবেন এবং তৃতীয়তঃ facebook পেজ থেকে কিভাবে ইনকাম করবেন বা ফেসবুক পেজে কিভাবে ইনকাম হয়।
যদি আজকের এই আর্টিকেলটা আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন তাহলে সেও ফেসবুক পেজ থেকে ইনকাম করা বা ফেসবুক পেজ মনিটাইজেশন বিষয় কিছুটা ধারণা পাবে এবং পরবর্তীতে এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন! ধন্যবাদ।