এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম - Airtel Balance Transfer Code


হ্যালো বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম বা এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার উপায় আজকের এই আর্টিকেলে আপনাকে দেখাবো কিভাবে এসএমএস এর মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন এবং কিভাবে কোড ডায়াল করে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন এবং মাই এয়ারটেল অ্যাপস থেকে কিভাবে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন এক কথায় এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার যতগুলো উপায় আপনাদেরকে এই আর্টিকেলে দেখানো হবে। একটা এয়ারটেল সিম থেকে অন্য এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করতে চাইলে কিভাবে এয়ারটেল সিমের টাকা ট্রান্সফার করবেন তা আজকের এই আর্টিকেলে ধারাবাহিকভাবে আপনাদের সাথে দেখানো হবে এবং এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করার কি কি শর্ত রয়েছে সবকিছু আজকের এই আর্টিকেলে বিস্তারিত জানতে পারবেন তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে থাকুন। অনেকে জানেন না কয়টা উপায় এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় এয়ারটেল সিমে তিনটা উপায় ব্যালেন্স ট্রান্সফার করা যায় আজকের এই আর্টিকেলে এই দিনটা নিয়মই আপনাদেরকে জানানো হবে।


এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার শর্ত সমূহ: 

একটা এয়ারটেল সিম থেকে অন্য আরেকটা এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে কিছু শর্ত বাধ্যতামূলক মানতে হবে এই শর্তগুলো পূরণ না করে আপনি একটা এয়ারটেল সিম থেকে অন্য আরেকটা এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন না এবং এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করার যে শর্তগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে এখন আলোচনা করব।


১। এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার আগে আপনাকে জানতে হবে আপনার এই সিমটা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য একটিভ আছে কিনা, আপনি হয়তো জানেন না একটা এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চাইলে অবশ্যই সেই সিমটা নূন্যতম ৩০ দিন খোলা থাকতে হবে। ফেলে রাখা কোন সিম দিয়ে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না যদি এরকম কোন ফেলে রাখা সিম থাকে যে সিমে টাকা রয়েছে আপনি চাচ্ছেন সেই টাকাগুলো ট্রান্সফার করে অন্য আরেকটা সিমে নিয়ে আসার জন্য তাহলে অবশ্যই সেই সিম টাকে ন্যূনতম 30 দিন খোলা রাখতে হবে বন্ধ রাখা বা ইনঅ্যাক্টিভ কোন সিম দিয়ে এয়ারটেল এ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না।

২। এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফারের জন্য প্রতিদিন একটা সিম থেকে সর্বোচ্চ 500 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং একটা সিমে প্রতিদিন সর্বোচ্চ 500 টাকা রিসিভ করতে পারবেন ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে ৫০০ টাকার উপরে সেন্ড ও করতে পারবেন না ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে এবং 500 টাকার উপরে ব্যালেন্স রিসিভ করতে পারবেন না ট্রান্সফার এর মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ পাঁচশ টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যায়।


৩। এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফারের জন্য সপ্তাহে একটা সিম থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং airtel সিমে একটা সিমে এক সপ্তাহে সর্বোচ্চ 1000 টাকা ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে রিসিভ করতে পারবেন। ব্যালেন্স ট্রান্সফার এর মাধ্যমে সপ্তাহে ১০০০ টাকার বেশি ট্রান্সফার ও করতে পারবেন না আবার এক হাজার টাকার বেশি গ্রহণ ও করতে পারবেন না।


৪। এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফারের জন্য প্রতি মাসে সপ্তাহের মতো সর্বোচ্চ ১ হাজার টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে এক মাসে এয়ারটেল সিমের সর্বোচ্চ এক হাজার টাকা গ্রহণ করতে পারবেন।


এবার আমরা জানবো এয়ারটেল সিমে সর্বোচ্চ কত টাকা এবং সর্বনিম্ন কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে, এয়ারটেল সিমে সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত একবারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তবে যদি আপনি এয়ারটেল অ্যাপস থেকে ব্যালেন্স ট্রান্সফার করেন সেক্ষেত্রে নিয়ম ভিন্ন। এয়ারটেল অ্যাপস থেকে যদি আপনি ব্যালেন্স ট্রান্সফার করেন সে ক্ষেত্রে airtel অ্যাপস থেকে সর্বনিম্ন ২০ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


এখন আমরা জানবো এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রতিবার কত টাকা চার্জ কাটবে? একটা এয়ারটেল সিম থেকে অন্য আরেকটা এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রতিবার যে সিম থেকে টাকা ট্রান্সফার করবেন এই সিম থেকে 2.67 টাকা চার্জ কাটবে। এবং যে সিমে টাকা পাঠাচ্ছেন সেই সিম থেকেও 2.67 টাকা চার্জ কাটবে। এখানে দুইটা সিম থেকেই একই পরিমাণে টাকা প্রতিটা ব্যালেন্স ট্রান্সফারের সময় এয়ারটেল কোম্পানি কেটে নিবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কত টাকা চার্জ কেটে নিবে। 


এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আরও একটা শর্ত রয়েছে ব্যালেন্স ট্রান্সফার করার আগে হিসাব করে দেখবেন ব্যালেন্স ট্রান্সফার করার পরেও আপনার সিমে অবশিষ্ট 2.50 টাকা থাকছে কিনা? যে পরিমাণ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকা ট্রান্সফার করার পরেও আপনার সিমে অবশ্যই 2.50 টাকা রাখতে হবে তা না হলে আপনার ব্যালেন্স ট্রান্সফার হবে না। তাই অবশ্যই ব্যালেন্স ট্রান্সফার করার আগে ভালো করে ক্যালকুলেট করে দেখবেন এই পরিমাণ টাকা পাঠানোর পরেও আপনার ব্যালেন্সে 2.50 টাকা অবশিষ্ট থাকতেছে কিনা।


এয়ারটেল সিমে কয়টা উপায়ে টাকা ট্রান্সফার করা যায়?

যদি আপনি প্রশ্ন করেন এয়ারটেল সিমে কয়টা উপায়ে টাকা বা ব্যালেন্স ট্রান্সফার করা যায় তাহলে এই প্রশ্নের উত্তর হল একটা এয়ারটেল সিম থেকে অন্য আরেকটা এয়ারটেল সিমে তিনটা উপায় আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন নিচে ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করছি।


১। এসএমএস এর মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার:

এখন আমরা দেখব এসএমএসের মাধ্যমে airtel সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম বা এসএমএস এর মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার উপায় কারণ এসএমএস এর মাধ্যমে এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করা সব থেকে সহজ।


এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BTR (space) phone number (space) transfer amount. যেমন ধরুন, BTR 01611223344 20 এরকম। এবার 1000 নাম্বারে মেসেজটা সেন্ড করে দিন। তাহলে আপনার সিম থেকে এখানে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ২০ টাকা ট্রান্সফার হয়ে যাবে। 


এসএমএস এর মাধ্যমে সর্বনিম্ন ৫ টাকা ট্রান্সফার করতে পারবেন তবে পাঁচ টাকা ট্রান্সফার করলে দুইজনের কাছ থেকে পাঁচ টাকার বেশি চার্জ কেটে নিবে কাজেই এত কম পরিমাণ টাকা ট্রান্সফার না করে আপনার সুবিধামতো আরো একটু বেশি পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার করবেন সে ক্ষেত্রে চার্জ কেটে নিলেও খুব বেশি ক্ষতি হবে না। এসএমএস এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করা সব থেকে সহজ আরো দুইটা উপায়ে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় নিচে ধারাবাহিকভাবে সে দুইটা উপায়ও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ইচ্ছামত যেভাবে পছন্দ সেভাবেই এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।


২। কোড ডায়াল করে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার:

কোড ডায়াল করে airtel সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায় এবং airtel সিমের ব্যালেন্স ট্রান্সফার করার কোড কি তা এখন আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে কোড ডায়াল করে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তা জানাবো তবে কোড ডায়াল করে airtel সিমে এসএমএস এর মত সর্বনিম্ন ৫ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। বেশিরভাগ মানুষ airtel সিমে ব্যালেন্স ট্রান্সফার করার কোড জানতে চান এজন্য এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন,, দেখে নেই।


কোড ডায়াল করে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। 

প্রথমে *1212# লিখে ডায়াল করবেন। 

এবার আপনার সামনে দুইটি অপশন আসবে 1. Gefting এবং 2. Balance transfer। এখানে আপনি 2 টাইপ করে Send করবেন। 

এবার আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করার অপশনে নিয়ে আসবে এখান থেকে 1 টাইপ করে Send করবেন। 

তারপর যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে send এ ক্লিক করবেন।

এবার আপনাকে অ্যামাউন্ট দিতে হবে অর্থাৎ এই নাম্বারে আপনি আপনার সিম থেকে কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে সর্বনিম্ন ৫ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত একবারে ট্রান্সফার করতে পারবেন, তাই কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখে send ক্লিক করে দিলেই একটু পরে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এবং দেখতে পারবেন আপনার ব্যালেন্স ট্রান্সফারটা সফল হয়েছে এবং আপনার ব্যালেন্স থেকে উক্ত টাকা কেটে নিয়েছে। সাথে উভয়ের কাছ থেকেই ২.৬৭ টাকা ভ্যাট কেটে নিয়েছে।


৩. অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার: 

এখন আমি আপনাকে দেখাবো এয়ারটেল অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম বা অ্যাপের মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার উপায়। স্মার্টফোনের এই যুগে আমরা যারাই এয়ারটেল সিম ব্যবহার করি অধিকাংশের কাছেই মাই এয়ারটেল অ্যাপসটা রয়েছে এই অ্যাপের মাধ্যমে কিভাবে এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন তা এখন আমি আপনাকে দেখাবো এজন্য যদি আপনার কাছে অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে মাই এয়ারটেল লিখে সার্চ করে airtel এর অফিসিয়াল অ্যাপসটা আপনার ফোনে ইন্সটল করে ফেলুন তারপর আপনার ফোন নাম্বার এবং ওটিপি কোড দিয়ে এখানে লগইন করে ফেলুন। 


এবার এয়ারটেল অ্যাপের মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এয়ারটেল অ্যাপস এর ভিতরে প্রবেশ করুন। 


👆এয়ারটেল এপ এর ভিতরে আসার পরে একদম নিচে ডান পাশের কর্নার থেকে "মেনু/Menu" অপশনে ক্লিক করুন। 


👆এখানে আসলেই দেখতে পারবেন "ব্যালেন্স ট্রান্সফার/Balance Transfer" একটা অপশন আছে এখানে ক্লিক করুন।


👆এখানে আসলেই দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার করার অপশন চলে আসছে প্রথম বক্সে যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা লিখে দিবেন।

👆তারপরে ২০, ৫০, ১০০, ২০০ অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন অথবা ডান পাশে লিখে দিবেন যে কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন।

👆তারপরে I agree to the terms and condition এখানে টিক মার্ক দিয়ে দিবেন।

👆সবশেষে Confirm Transfer এ ক্লিক করে দিবেন। 

ক্লিক করে দিলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে ব্যালেন্স চেক করে দেখবেন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে এবং যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেখানে ব্যালেন্স চেক দিলেও দেখতে পারবেন সেই নাম্বারে টাকা ট্রান্সফার হয়ে চলে গিয়েছে।


এই তিনটা উপায়ে এয়ারটেল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন একটা এয়ারটেল সিম থেকে অন্য আরেকটা এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার তিনটা নিয়ম রয়েছে প্রথমত এসএমএস এর মাধ্যমে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম দ্বিতীয় কোড ডায়াল করে airtel সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম তৃতীয় এর মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম আশা করতেছি আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন।


এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে গিয়ে কোন ধরনের ঝামেলা হলে অথবা কোন কারণে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে না পারলে সরাসরি এয়ারটেলের কাস্টমার কেয়ার নাম্বার‌ ১২১ এ কথা বলে যেকোনো সমস্যার সমাধান এবং যেকোন পরামর্শ নিতে পারবেন।


আশা করছি আজকের এই আর্টিকেলটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন! ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url