আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ - Ramadan Calendar 2024 Bangladesh


আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো আজকের সেহরি ইফতারের সময়সূচি ২০২৪ বাংলাদেশের সকল জেলার সেহরি ইফতারের সঠিক সময়সূচি দেখার উপায় মোবাইল দিয়ে সেহরি ইফতারের সঠিক সময়সূচি দেখার সঠিক উপায় আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো এই আর্টিকেল দেখার পর থেকে আপনি খুব সহজেই আজকের সেহরি ইফতারের সঠিক সময়সূচী জানতে পারবেন। অনেকে রয়েছেন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেহরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য কিন্তু সে এপ্লিকেশনের ভিতরে গতানুগতিক সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া রয়েছে যা দেখে আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন😰 আপনাদের রোজা টা ক্ষতিগ্রস্ত হয়ে যায়।


এজন্য সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি দেখার জন্য সবথেকে স্মার্ট এবং একুরেট অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব! 

  • এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই বাংলাদেশের সকল জেলার সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি জেনে নিতে পারবেন এবং এখানে ইফতারের সময়সূচি কাউন্টডাউন হয়ে থাকে সেক্ষেত্রে আজকের ইফতারের জন্য কত ঘন্টা, কত মিনিট এবং কত সেকেন্ড বাকি রয়েছে তা আপনি লাইভ দেখতে পারবেন। 

  • এছাড়া এই অ্যাপের ভিতর আপনি পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি এবং নামাজের নিষিদ্ধ সময় এছাড়া রমজান এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত সমস্ত হাদিস জানতে পারবেন তাছাড়া কুরআন শরীফের 114 টা সূরা এখান থেকে শুনতে পারবেন ডাউনলোড করতে পারবেন। 

আজ আমি আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশন শেয়ার করবো সেহরি ইফতারের সঠিক সময়সূচি দেখার জন্য এই অ্যাপের নাম হল Muslim Day এই Muslim Day এপ্লিকেশন হল সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি দেখার সেরা এপস। যদি আপনি ২০২৪ সালের সেহরি ইফতারের সময়সূচি দেখতে চান তাহলে এই অ্যাপ ব্যবহার করবেন। আমি বিগত তিন থেকে চার বছর সেহরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য এই Muslim Day অ্যাপস ব্যবহার করে আসছি এখানে খুব সহজেই আজকের সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে পারবেন। 

আজকের আর্টিকেল এ আমি আপনাকে দেখাবো মুসলিম ডে অ্যাপ কিভাবে আপনি আপনার ফোনে ইন্সটল করবেন এবং ব্যবহার করবেন।


👆প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করবেন "Muslim Day" লিখে। সবার প্রথমে অ্যাপ্লিকেশন টা চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশন টা আপনার ফোনে ইন্সটল করে নিবেন।


👆এবার আ্যাপস টা ওপেন করে দিবেন। সবার উপরে দেখবেন আপনার দেশ সিলেক্ট করতে বলতেছে এখানে ডিফল্টভাবে বাংলাদেশ রয়েছে এটা থাকবে। তারপর জেলা নির্বাচন করুন এখানে ক্লিক করে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। তারপর একদম নিচে SAVE অপশনে ক্লিক করবেন।


👆
এবার আপনি কোন মাযহাবের অনুসারী সেটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন আমরা বাংলাদেশে অধিকাংশই ইমাম আবু হানিফা অর্থাৎ হানাফী মাযহাবের অনুসারী তো এখানে ডিফল্টভাবে হানাফী সিলেক্ট করা রয়েছে, আপনি যদি ইমাম সাফেয়ী, মালেকি এবং হাম্বলী হয়ে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে নিবেন। তারপর নিচে SAVE অপশন এ ক্লিক করবেন।



👆
এবার এপ্লিকেশনের হোম ইন্টার ফেসে আপনাকে নিয়ে যাবে এখানেই সবকিছু আপনি দেখতে পারবেন। 


👆
এবার ডান পাশে "ক্যালেন্ডার" অপশনে সিলেক্ট করে দিলে এখানে সমস্ত রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি চলে আসবে নির্দিষ্ট কোন দিনের সেহরি ও ইফতারের সময়সূচি ও এখান থেকে দেখে নিতে পারবেন।


👆
এবার নিচে মাঝখানে "কুরআন" সেকশনে সিলেট করে দিলেই কুরআন শরীফের ১১৪টা সূরা এখানে চলে আসবে আপনি চাইলে এখান থেকে এক ক্লিকে প্লে করে শুনতে পারবেন এবং প্রয়োজনে ডাউনলোড ও করতে পারবেন।


👆
তার ডান পাশে রয়েছে "দোয়া" সেকশন এখানে ক্লিক করে দিলে নামাজ-রোজা এবং দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় দোয়া এবং আমল যেগুলো প্রয়োজন হয়ে থাকে তা এখানে ধারাবাহিকভাবে দেখতে পারবেন যেকোনো দোয়া এবং আমল প্রয়োজনে এখান থেকে জেনে নিতে পারবেন।

আমি আপনাকে বলতে পারি যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি একবার ব্যবহার করেন আপনি নিশ্চিত এই অ্যাপের প্রেমে পড়ে যাবেন এবং প্রতিবছর রমজান এলেই আপনি এই Muslim Day অ্যাপসকে খুঁজবেন। আমি বিগত তিন বছর ধরে এই একটা এপ্লিকেশন দিয়েই সেহরি ও ইফতারের সময়সূচি জেনে নেই এবং কখনো রোজা রাখার প্রয়োজন হলে বা এই অ্যাপ প্রয়োজন পড়লে সাথে সাথে প্লে স্টোর থেকে ইন্সটল করে আমার প্রয়োজনীয় বিষয়টাকে দেখে নেই। 

আমরা অনেক কষ্ট করে রোজা রাখি দুই পাঁচ মিনিট আগে পিছে সেহেরী ইফতারের সময়সূচি যদি ভুল দুজনে ইফতারি করে ফেলি তাহলে সারা দিনের কষ্ট করে রোজা থাকার আর কোন মানে হয় না 

এজন্য আমাদের জানা প্রয়োজন সেহেরী ইফতারের সঠিক সময়সূচী কারণ বাংলাদেশের বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি এবং সেহেরির সময়সূচী ভিন্ন কাজেই প্রত্যেকটা জেলার আলাদা আলাদা ইফতারের সময়সূচি রয়েছে যা আমাদের জানা প্রয়োজন এজন্য এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি যখন আপনার জেলা সিলেক্ট করবেন তখন আপনার জেলার ইফতারের সময়সূচি তুলে ধরবে এজন্য আপনার ভুল হওয়ার কোন সুযোগ থাকছে না ওখানে সেহরি ও ইফতারের যে সময়সূচি রয়েছে তা দেখে আপনি ইফতারি করলে আপনার রোজা সঠিক হয়ে যাবে আপনার সেহরি ও ইফতারিতে সময়ের কোন ভুল হবে না।

আমরা জানি রোজা মুসলমানদের অন্যতম একটা ইবাদত অধিকাংশ ইবাদত এর পুরস্কার আল্লাহ দুনিয়াতে ঘোষণা করে দিয়েছেন যেমন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে বা নামাজ জান্নাতের চাবি যাকাত দিলে মাল পবিত্র হবে এবং ময়লা মুছে যাবে এরকম ইবাদত এর পুরস্কার আল্লাহ দুনিয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তুমি যদি এই এবাদত করো তার বিনিময়ে আমি তোমাকে এটা দিব কিন্তু এখানে ভিন্ন হচ্ছে রোজা যদি আপনি রোজা পালন করেন তাহলে আল্লাহ বলেছেন যে এই রোজার পুরস্কার আমি নিজ হাতে তোমাকে দিব কি পুরস্কার দেবেন তা আল্লাহ ঘোষণা করেন নাই এবং রোজা টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি নামাজ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইবাদত কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তবুও নামাজ যদি আপনি কাজা করে ফেলেন 

ধরুন আপনি জোহরের নামাজ কাজা করে ফেলেছেন জোহরের ১০ রাকাত নামাজ সেখানে কাজা পড়তে হলে কিন্তু আপনার চার রাকাত কাজা পড়লে হয়ে যাচ্ছে নামাজের ক্ষেত্রে কিন্তু কাজা করতে গেলে কম আদায় করলে হয়ে যাচ্ছে কিন্তু রোজার ক্ষেত্রে আদায় করতে গেলে ৬০ গুন বেশি আদায় করা লাগবে কারণ একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙ্গেন তার জন্য একটানা ৬০ টা রোজা আপনাকে থাকতে হবে। এজন্য রোজা ইবাদতটা খুবই সিরিয়াস একটা ইবাদত শরীর সুস্থ থাকলে অবশ্যই থাকতে হবে এবং রোজা রাখতে হলে সঠিক গাইডলাইন জানার জন্য এরকম অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন।

আশা করছি আজকের এই আর্টিকেল দেখে আপনি খুব সহজেই বাংলাদেশের সকল জেলার সঠিক সেহরি ও ইফতারের সময়সূচি জানতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আজকের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৪ দেখে নিতে পারবেন। যারা প্রশ্ন করেছিলেন মোবাইল দিয়ে সেহরি ও ইফতারের সময়সূচি দেখার সেরা এপস কোনটি আশা করি তারা এটি জানতে পেরেছেন। যদি আজকের আর্টিকেলটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। 
ধন্যবাদ!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url