অতিরিক্ত সিম বন্ধ করার উপায় (বাংলালিংক, জিপি, রবি, এয়ারটেল ও টেলিটক)


আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো অতিরিক্ত সিম বন্ধ করার উপায় আমরা যে সিমগুলো ব্যবহার করি না সেই সিমগুলো বন্ধ করার উপায় আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো অপ্রয়োজনীয় বা অব্যবহার তো যে সিমগুলো আমাদের পড়ে রয়েছে এই সিম গুলো কিভাবে বন্ধ করবেন সেগুলো আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো। আজকের এয়ারটিক্যাল পড়লে আপনি খুব সহজে জানতে পারবেন অতিরিক্ত বাংলালিংক সিম বন্ধ করার উপায় এবং অতিরিক্ত জিপি সিম বন্ধ করার উপায় তাছাড়া অতিরিক্ত রবি সিম বন্ধ করার উপায় এবং অতিরিক্ত এয়ারটেল সিম বন্ধ করার উপায় ও অতিরিক্ত টেলিটক সিম বন্ধ করার উপায়। হারানো বা অতিরিক্ত সিমগুলো বন্ধ করার নিয়ম আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিমে কি কি নিয়মে সিম বন্ধ করতে হয় সবকিছু আজকের এই আর্টিকেল থেকে জানতে পারবেন। তার আগে জানতে হবে।


অতিরিক্ত সিম বন্ধ করার প্রয়োজনীয়তাঃ

অতিরিক্ত সিম কেন বন্ধ করা প্রয়োজন তা একটু আলোচনা করা প্রয়োজন কেননা এই আলোচনা না হলে আপনি বুঝতে পারবেন না কেন আজকের এই আর্টিকেলটা গুরুত্বপূর্ণ এবং কেন অতিরিক্ত সিম গুলো আপনি বন্ধ করবেন। ধরুন আপনার অনেকগুলো সিম রয়েছে যেগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন না বা কোথাও পড়ে রয়েছে অথবা আপনার বন্ধু-বান্ধবরা ব্যবহার করতেছে এখন আপনি যে সিম গুলো ব্যবহার করতেছেন না এই সিমগুলো নিয়ে যদি কেউ কোন ধরনের ক্রাইম অথবা অনৈতিক কর্মকাণ্ড করে থাকে তাহলে এই সিমটা আপনার আইডি কার্ড দিয়ে কেনা যে কারণে পুলিশ এসে প্রথমে আপনাকে ধরবে এবং আপনাকে জবাবদিহি করতে হবে এজন্য অতিরিক্ত সিম গুলো রয়েছে সেগুলো বন্ধ করা প্রয়োজন। অতিরিক্ত সিম বা হারানো সিম বন্ধ করার আরেকটা কারণ হলো একটা সিম যখন হারিয়ে যায় ওই সিমের ভিতরে আমাদের যে ডকুমেন্টগুলো থাকে এবং ইনফরমেশন গুলো থাকে সেগুলো যেন অন্য কারো হাতে চলে না যায় এজন্য সিম হারিয়ে যাওয়ার সাথে সাথে সিম বন্ধ করে দেওয়া উচিত।


অতিরিক্ত সিম বন্ধ করার উপায়ঃ

বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো রয়েছে বাংলালিংক জিপি এয়ারটেল রবি টেলিটক এই সিম গুলো র অতিরিক্ত সিম বন্ধ করার উপায় নিচে ধারাবাহিকভাবে আলাদা আলাদা ভাবে শেয়ার করতেছি সে ক্ষেত্রে যারা যে সিম ব্যবহার করেন তারা কিভাবে বন্ধ করতে হয় তা আলাদা আলাদা ভাবে জেনে নিতে পারবেন।


বাংলালিংক অতিরিক্ত সিম বন্ধ করার উপায়ঃ

বাংলালিংকের অতিরিক্ত সিম ২ টা উপায় বন্ধ করতে পারবেন। 

(১) আপনার আশেপাশে বাংলালিংকের যে এজেন্টের দোকান রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার অপরিজন এর সিম বন্ধ করে দিতে পারবেন তাদেরকে গিয়ে বলবেন যে আমার এই সিমটা বন্ধ করে দিতে চাচ্ছি সে ক্ষেত্রে আপনার আইডি কার্ড টা নিবে এবং আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে উনারা আপনার সিমটাকে বন্ধ করে দিবে। 

(২) বাংলালিংক অতিরিক্ত সিম বন্ধ করার দ্বিতীয় যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে সরাসরি কল সেন্টারে কথা বলে সিম বন্ধ করা এজন্য আপনাকে ১২১ নাম্বারে কল করে বলতে হবে যে আপনার এই সিমটা আপনি বন্ধ করতে চাচ্ছেন এবার কোম্পানির লোক আপনার সিম যে ভোটার আইডি কার্ড দিয়ে খোলা এই ভোটার আইডি কার্ডের কিছু তথ্য জানতে চাইবে অর্থাৎ তারা শিওর হতে চাইবে আপনি সিমের মালিক কিনা এরপর উনারা এটা শিওর হতে পারলেই আপনার সিমটা বন্ধ করে দিবে।


অতিরিক্ত জিপি সিম বন্ধ করার উপায়ঃ

জিপি বা গ্রামীন সিম এর অতিরিক্ত সিম গুলো বন্ধ করার ২ টা উপায় রয়েছে।

(১) অতিরিক্ত জিপি সিম বন্ধ করার প্রথম যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে আপনার জিপি সিম থেকে ১২১ নাম্বারে কল করে সরাসরি কল সেন্টারে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার সিম বন্ধ করতে পারবেন সেক্ষেত্রে ১২১ এ কল করার পরে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য জানতে চাইবে অর্থাৎ সিওর হবে আপনি সিমের প্রকৃত মালিক কিনা তারপর আপনার সিমটা বন্ধ করে দিবে।

(২) অতিরিক্ত জিপি সিম বন্ধ করার দুই নাম্বার যে অপারেটর রয়েছে আপনার আশেপাশে জিপি বা গ্রামীন সিম বিক্রি করে এরকম যে এজেন্টের দোকান রয়েছে সেখানে আপনার ভোটার আইডি কার্ড টা নিয়ে আপনি বলবেন আপনার এই সিমটা বন্ধ করে দিতে চাচ্ছেন তারপর ওনারা আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার অতিরিক্ত জিপি সিম গুলো বন্ধ করে দিবে।


অতিরিক্ত রবি সিম বন্ধ করার উপায়ঃ

আপনার পড়ে থাকা বা ব্যবহার না করা অতিরিক্ত রবি সিম দুইটা উপায় বন্ধ করতে পারবেন।

(১) অতিরিক্ত রবি সিম বন্ধ করার জন্য প্রথমত আপনি রবি এর নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা রবি সিম বিক্রি করে এরকম এজেন্টের দোকানে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড টা দিয়ে বলবেন আপনার এই রবি সিম টা বন্ধ করতে চাচ্ছেন সে ক্ষেত্রে তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং আপনার রবি সিম টা বন্ধ করে দিবে।

(২) অতিরিক্ত রবি সিম সরাসরি কল সেন্টারে কথা বলেও বন্ধ করতে পারবেন এক্ষেত্রে আপনার রবি সিম থেকে ১২১ নাম্বারে কল করে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং অন্যান্য যে ডকুমেন্ট চাইবে ডকুমেন্টগুলোর সঠিকভাবে দিয়ে বলবেন আপনার এই রবি সিম আপনি বন্ধ করতে চাচ্ছেন সে ক্ষেত্রে তারা আপনার রবি সিমটা বন্ধ করে দিবে।


অতিরিক্ত এয়ারটেল সিম বন্ধ করার উপায়ঃ

আমাদের পড়ে থাকা বা ব্যবহার করা হয় না এরকম airtel সিম গুলো যদি বন্ধ করতে চাই তাহলে আমরা দুইটা উপায় বন্ধ করতে পারি।

(১) আপনার অতিরিক্ত এয়ারটেল সিম যদি বন্ধ করতে চান তাহলে কাস্টমার কেয়ারে কথা বলে সরাসরি বন্ধ করতে পারবেন এজন্য আপনার এয়ারটেল সিম থেকে ১২১ এর নাম্বারে কল করবেন তারপর বলবেন আপনার কোন রবি সিমটা বন্ধ করতে চাচ্ছেন সেই সিমের নাম্বার এবার আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের নাম নাম্বার অথবা জন্ম তারিখ জানতে চাইতে পারে উনার যখন শিওর হবে এই এয়ারটেল সিমের মালিক আপনি তখন আপনার এয়ারটেল সিম টা বন্ধ করে দিবে।

(২) অতিরিক্ত এয়ারটেল সিম বন্ধ করার দ্বিতীয় যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে সরাসরি এয়ারটেলের নিকটস্থ কাস্টমার কেয়ারে অথবা এয়ারটেল সিম বিক্রি করে এরকম এজেন্ট পয়েন্ট এর দোকানে গিয়ে বলবেন আমার এই এয়ারটেল সিম টা বন্ধ করতে হবে সে ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড টা দেখতে চাইবে এবং আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার অতিরিক্ত এয়ারটেল সিম টা বন্ধ করে দিবে।


অতিরিক্ত টেলিটক সিম বন্ধ করার উপায়ঃ

বাংলাদেশের একমাত্র দেশীয় সিম টেলিটক এই টেলিটক সিমের গ্রাহক কম হওয়া সত্ত্বেও যদি আপনার অতিরিক্ত সিম থেকে থাকে এবং অতিরিক্ত সিম গুলো যদি বন্ধ করতে চান সে ক্ষেত্রে দুইটা উপায় বন্ধ করতে পারবেন।

(১) অতিরিক্ত টেলিটক সিম বন্ধ করার জন্য প্রথমত আপনি সরাসরি কল সেন্টারে কথা বলে আপনার সিমটা বন্ধ করতে পারেন এ ক্ষেত্রে ১২১ নাম্বারে কল করবেন তারপর বলবেন যে আপনার এই সিমটা আপনি বন্ধ করতে চাচ্ছেন তারপর আপনার ভোটার আইডি কার্ডের কিছু ইনফরমেশন তারা জানতে চাইবে তারপর আপনার সিমটা বন্ধ করে দিবে।

(২) অতিরিক্ত টেলিটক সিম বন্ধ করার দ্বিতীয় যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে সরাসরি টেলিটকের কাস্টমার কেয়ার পয়েন্টে গিয়ে কথা বলতে হবে অথবা টেলিটক সিম বিক্রি করে এরকম এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে বলবেন আমার এই সিমটা বন্ধ করে দিতে চাচ্ছে সেক্ষেত্রে আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনার টেলিটক সিমটা বন্ধ করে দিবে।

বাংলাদেশের যতগুলো সিম রয়েছে উপরের যে দুইটা নিয়ম হয় কাস্টমার কেয়ার নাম্বারে কল করে কথা বলতে হবে যে আমার এই সিমটা আমি বন্ধ করে দিতে চাচ্ছি সে ক্ষেত্রে কিছু ডকুমেন্ট নিয়ে আপনার সিমটা তারা বন্ধ করে দিবে অথবা যদি সরাসরি নিজে উপস্থিত থেকে সিম বন্ধ করতে চান সে ক্ষেত্রে ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন এবং যার নামে সিম অবশ্যই তাকে সাথে যেতে হবে এবং ভোটার আইডি কার্ড নিয়ে আপনি এজেন্ট পয়েন্ট অথবা কাস্টমার কেয়ার পয়েন্টে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলে আপনার সিম গুলো বন্ধ করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url