সকল সিমের নাম্বার দেখার কোড - All SIM Number Check Code
নতুন ওয়েবসাইটের নতুন পোস্টে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো সকল সিম এর নাম্বার দেখার কোড অনেকেই আছেন জিজ্ঞাসা করেন ভাইয়া banglalink সিমের নাম্বার দেখার কোড কত? আবার কেউ জিজ্ঞেস করেন গ্রামীণফোন নাম্বার দেখার কোড কত আবার অনেকে জিজ্ঞাসা করেন রবি সিমের নাম্বার দেখার কোড কত কেউ আবার জিজ্ঞাসা করেন এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড কত আবার কেউ জিজ্ঞাসা করেন টেলিটক সিমের নাম্বার দেখার কোড কত আবার কেউ কেউ স্কিটো সিমের নাম্বার দেখার কোড কত তাও জিজ্ঞাসা করেন। এক কথায় বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার উপায় এই আর্টিকেলের ভিতরে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আর্টিকেলটা যদি শেষ পর্যন্ত পড়েন তাহলে সব সিমের নাম্বার দেখার কোড আপনারা জানতে পারবেন। এই কোডগুলো টাইপ করে ডায়াল করে দিলেই সকল সিমের নাম্বার দেখতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বলে সকল সিমের নাম্বার দেখার কোড বা All SIM Number Check Code দেখে আসি।
সকল সিমের নাম্বার দেখার কোডঃ
এখন আমি আপনাদেরকে একটা একটা করে ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার কোড বা বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার উপায় শেয়ার করব নিচে ধারাবাহিকভাবে দেখতে থাকুন।
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোডঃ
বাংলালিংক সিমের নাম্বার দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল পেডে চলে যাবেন এরপর *511# টাইপ করে বাংলালিংক সিম থেকে ডায়াল করে দিবেন। সাথে সাথেই আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখতে পারবেন।
জিপি সিমের নাম্বার দেখার কোডঃ
জিপি সিম বা গ্রামীণফোনের নাম্বার দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল পেডে গিয়ে টাইপ করুন *2# তারপর আপনার জিপি সিম থেকে ডায়াল করে দিন। তাহলেই আপনার জিপি সিম বা গ্রামীণফোনের নাম্বার দেখতে পারবেন।
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোডঃ
এয়ারটেল সিমের নাম্বার দেখার জন্য আপনি আপনার মোবাইলের ডায়াল পেডে চলে যাবেন এবার এখানে টাইপ করবেন *2# তারপর আপনার এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিবেন। ডায়াল করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আপনার এয়ারটেল সিমের নাম্বার টা দেখা যাচ্ছে।
রবি সিমের নাম্বার দেখার কোডঃ
রবি সিমের নাম্বার দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে টাইপ করুন *2# এবার আপনার রবি সিম থেকে ডায়াল করে দিন। সাথে সাথেই আপনার রবি সিমের নাম্বার দেখতে পারবেন।
টেলিটক সিমের নাম্বার দেখার কোডঃ
দেশীয় সিম টেলিটক এর নাম্বার দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *551# তারপর আপনার টেলিটক সিম থেকে ডায়াল করে দিন। সাথে সাথেই আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।
স্কিটো সিমের নাম্বার দেখার কোডঃ
স্কিটো সিমের নাম্বার দেখার জন্য মোবাইলের ডায়াল পেডে গিয়ে টাইপ করুন *551# এবার আপনার স্কিটো সিম থেকে কল করে দিলেই আপনার মোবাইলে থাকাই স্কিটো সিমের নাম্বার দেখতে পারবেন
এভাবে বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করেছিলেন সকল সিমের নাম্বার দেখার উপায় কি আসলে তাদের জন্য আমার আজকের এই আর্টিকেল লেখা। এই আর্টিকেল পড়েই আপনারা খুব সহজেই জানতে পেরেছেন কিভাবে বাংলালিংক সিমের নাম্বার বের করব কিভাবে গ্রামীন সিমের নাম্বার বের করব কিভাবে রবি সিমের নাম্বার বের করব কিভাবে এয়ারটেল সিমের নাম্বার বের করব কিভাবে টেলিটক সিমের নাম্বার বের করব এবং কিভাবে স্কিটো সিমের নাম্বার বের করবে এক কথায় বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার কোড আমি আপনাদেরকে এই আর্টিকেলের ভিতরে দেখিয়েছি। আশা করি উপকৃত হয়েছেন।