একটা সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা চলে যায় - কতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায়


প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে লিখতেছি আজকের আর্টিকেলে আপনাকে দেখাবো একটা সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা চলে যায় বা কতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায় আমরা জানি না যে কারণে মাসের পর মাস বছরের পর বছর এক একটা সিম বন্ধ করে রেখে দেই হঠাৎ করে যখন ওই সিম প্রয়োজন পড়ে তখন আবার সিমটা কোন একটা মোবাইলে ঢুকিয়ে যখন মোবাইল অন করি তারপরে দেখা যায় সিমটা বন্ধ হয়ে গেছে এরপর আমরা আশেপাশের এজেন্ট পয়েন্ট অথবা সিমের কাস্টমার কেয়ারে ফোন করে জানতে পারি আমার শখের চিন্তা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এবং সিম কোম্পানি মালিকানা পরিবর্তন করে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে এজন্য আমাদের জানা প্রয়োজন একটা সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা চলে যায় বা সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা চলে যাবে।

একটা সময় ছিল যখন সিম বায়োমেট্রিকভাবে রেজিস্ট্রেশন করা লাগত না এবং বছরের পর বছর সিম বন্ধ করে রাখলেও সিমের মালিকানা কখনো চলে যেত না কিন্তু বায়োমেট্রিক সিস্টেম আসার পরে আমাদের সিম কিনার ক্ষেত্রেও যেমন লিমিটেশন রাখা হয়েছে তেমনিভাবে একটা সিম নির্দিষ্ট সময় বন্ধ রাখলে সিম কোম্পানি অটোমেটিকলি আপনার সিমটা স্থায়ীভাবে বন্ধ করে দিবে এবং আপনার মালিকানা চলে যাবে সিম কোম্পানি ওই সিমটাকে পুনরায় নতুন করে অন্য কারো মালিকানায় বিক্রি করা শুরু করবে এজন্য একটা সিম ভীষণ গুরুত্বপূর্ণ কেননা একটা সিমের আন্ডারে আমাদের গুরুত্বপূর্ণ কোন জিমেইল থাকতে পারে এবং সেই সিমের আন্ডারে থাকতে পারে আমাদের কোন ফেসবুক অথবা গুরুত্বপূর্ণ কোন অ্যাকাউন্ট যেটা টাকার অঙ্কে বসানো সম্ভব না কাজেই এই ভীষণ গুরুত্বপূর্ণ সিমটা অযত্নে অবহেলায় অনেকদিন না জানার কারণে বন্ধ রেখে যদি সিমের মালিকানা চলে যায় সে দুঃখ সে কষ্ট পোষাবার নয়।

এজন্য আমাদের জানতে হবে একটা সিম কতদিন বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায় বা সিম কতদিন বন্ধ রাখলে সিমের মালিকানা চলে যাবে তাহলে আমরা অ্যালার্ট হতে পারব সময় শেষ হওয়ার আগেই আমরা সিমটাকে কোন একটা ফোনে মাঝে মাঝে ঢুকিয়ে সিমগুলো সচল রাখতে পারব তো চলুন জেনে নেই একটা সিম কতদিন বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়।

একটা সিম কতদিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়:


একটা সময় ছিল যখন বছরের পর বছর সিম বন্ধ করে রাখলেও সিমের মালিকানা যেত না কিন্তু বর্তমানে এ নিয়মের পরিবর্তন এসেছে এখন একটা সিম ১৫ মাস বন্ধ করে রাখলেই আপনার সিমের মালিকানা চলে যাবে এটা বাংলাদেশের সিম কোম্পানি বিডিআরসি থেকে এ নিয়ম চালু করা হয়েছে কোন সিম যদি একটানা ১৫ মাস বন্ধ থাকে তাহলে সে সিমের মালিকানা চলে যাবে। বিটিআরসি এর সূত্রে জানা গেছে কোন সিম যদি ১৫ মাস অর্থাৎ ৪৫০ দিন একটানা বন্ধ থাকে তাহলে ওই সিমের মালিকানা চলে যাবে এবং সিম কোম্পানি ওই সিম তুলে অন্য কারো কাছে নতুন মালিকানায় বিক্রি করবে। কোন সিমের মালিক যদি একটানা ১৫ মাস বা  ৪৫০ দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ ৪৮০ দিনের ভিতর যদি কেউ সিম একবারের জন্যও না খুলে তাহলে তার সিম সারা জীবনের জন্য মালিকানা চলে যাবে। বিটিআরসি এর সূত্র মতে গ্রাহক যদি টানা ৪৮০ দিন সিম বন্ধ রাখে তাহলে সিম কোম্পানি সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে।

আগে নিয়ম ছিল একটানা 15 মাস কোন সিম বন্ধ থাকলে গ্রাহক সেই সিম টাকে সচল রাখার জন্য সাথে আরো ৯০ দিন সময় পেতো কিন্তু এ নিয়মের পরিবর্তন এসেছে এখন কোন গ্রাহক যদি তার সিম টানা 15 মাস বন্ধ রাখে তাহলে এই সিম টাকে সচল রাখতে গ্রাহক সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত সময় পাবে অর্থাৎ ৪৮০ দিনের ভিতরে যদি কেউ একবারের জন্য না খুলে তাহলে তার সিমের মালিকানা চলে যাবে। এবং সিম কোম্পানি নতুন মালিকানায় সেই সিম বিক্রি করে দিবে।

সিমের মালিকানা ধরে রাখার উপায়:


উপর থেকে আপনারা জানতে পারলেন যদি কোন গ্রাহক একটানা ১৫ মাস সাথে আরো ৩০ দিন অর্থাৎ একটানা 480 দিন কোন সিম বন্ধ রাখে তাহলে সেই সিমের মালিকানা চলে যাবে এজন্য আমাদের জানা প্রয়োজন সিমের মালিকানা ধরে রাখার উপায় দেখুন আমাদের একেকজনের অনেকগুলো সিম রয়েছে বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা অনেকগুলো সিম একজন মানুষ ব্যবহার করে রাখি এবং একটা মোবাইলে সর্বোচ্চ দুইটা সিম ব্যবহার করা যায় তাহলে এত সিম কিভাবে আমরা মেইনটেইন করবো বা সিমের মালিকানা ধরে রাখার উপায় কি বড় একটা প্রশ্ন থেকে যায়। 

এজন্য এখন আমি আপনাকে কয়েকটি টিপস দিব এই টিপসগুলো এপ্লাই করে আপনি আপনার সিম গুলোকে বাঁচাতে পারবেন বা আপনার সিমের মালিকানা ধরে রাখতে পারবেন যদি আপনার অনেকগুলো সিম থেকে থাকে এবং নির্দিষ্ট এক দুই অথবা তিনটা সিম আপনি সবসময় ব্যবহার করে থাকেন এবং এই সিমের বাইরে আপনার আরো অনেকগুলো সিম রয়েছে সেই সিম গুলো যদি সচল রাখতে চান বা মালিকানা ধরে রাখতে চান তাহলে আমি আপনাকে টিপস দিব কিছুদিন পর পর ওই সিম গুলো কোন একটা মোবাইলে ঢুকিয়ে সিমগুলো কিছু সময় চালু রাখবেন তাহলে আপনার সিম কোম্পানি বুঝতে পারবে এই সিমটা সচল রয়েছে।

সেক্ষেত্রে এই সিমটা বন্ধ করে দিবে না অথবা আপনি কোন খাতায় অথবা কোন নোটপ্যাড নোট করে রাখতে পারেন যে আপনার সিম গুলো সর্বশেষ কত তারিখে আপনি সচল রেখেছিলেন এভাবে তারিখ নির্ধারণ করে অবশ্যই ১৫ মাস বা বছরে অন্তত একবার হলেও সিম গুলো কোন একটা মোবাইলের ভিতরে ঢুকিয়ে কিছু সময় রেখে দিবেন তাহলে আপনার সিম গুলো সচল থাকবে সিম কোম্পানি চাইলেও আপনার সিমের মালিকানা কেড়ে নিতে পারবে না বা আপনার সিমগুলো অন্য কোন জায়গায় বিক্রি করতে পারবেনা।

আশা করি আজকের আর্টিকেলটা আপনি বুঝতে পেরেছেন আমরা জানতে পেরেছি যে একটানা সিম ১৫ মাস বা ৪৮০ দিন বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায় বা কোন সিম যদি একটা না ১৫ মাস বন্ধ থাকে তাহলে সেই সিমের মালিকানা চলে যাবে এবং সিমের মালিকানা ধরে রাখার জন্য অবশ্যই প্রতি 15 মাসের ভিতরে অন্তত একবার হলেও আপনার সিমকে সচল রাখতে হবে বা অন করতে হবে যদি একাধিক সিম থেকে থাকে তাহলেও আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সিম প্রতি ১৫ মাসের ভিতরে অন্তত একবার কোনো একটা মোবাইলে ঢুকিয়ে অন রাখতে হবে বা সচল রাখতে হবে এই নিয়মগুলো যদি আপনি এপ্লাই করেন বা এগুলো যদি মেনে চলেন তাহলে আপনার সিমের মালিকানা চলে যাবে না বা আপনার সিম বন্ধ হবে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url