বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত আনবেন যেভাবে ২০২৪ - ভুল করে বিকাশে টাকা গেলে করণীয়


ভুল করে বিকাশে টাকা চলে গেলে করণীয় বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত আনবেন যেভাবে তা আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো অনেকেই বলেন ভুল করে বিকাশ নাম্বারে টাকা চলে গেছে ফেরত আনবো কিভাবে তাদের জন্য আসলে আজকের এই আর্টিকেল। বিকাশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বাংলাদেশের অধিকাংশ মানুষ মোবাইল ব্যাংকিং হিসেবে বিকাশ কে সিলেক্ট করে নিয়েছে কারণ মোড়ে মোড়ে তাদের এজেন্ট রয়েছে টাকা যে কোন জায়গা থেকে তোলা এবং পাঠানো অনেক সহজ এজন্য অধিকাংশ মানুষ বিকাশ ব্যবহার করে থাকে তবে বিকাশে টাকা পাঠানোর সময় কোন একটা ডিজিট ভুল হয়ে গেলে টাকা ভুল করে অন্য জায়গায় চলে যায় আজকের এই আর্টিকেলে আমি আপনাকে দেখাবো ভুল করে যদি ভুল নাম্বারে বিকাশে টাকা চলে যায় তাহলে সেই টাকা কিভাবে উদ্ধার করবেন। ভুল করে অন্য বিকাশ নাম্বারে টাকা চলে গেলে ফিরিয়ে আনবেন কিভাবে তা আজকের এই আর্টিকেল পড়লে বিস্তারিত জানতে পারবেন। অনেকেই ভুল বিকাশ নাম্বারে টাকা চলে যাওয়া মাত্রই যে নাম্বারে টাকা চলে গেছে তাকে কল করে রিকোয়েস্ট করেন এই ভুল জীবনেও করবেন না কিভাবে টাকাগুলো সঠিকভাবে উদ্ধার করবেন তা জানতে হলে আজকের আর্টিকেলটা শেষ পর্যন্ত পড়তে থাকুন।


বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত আনবেন যেভাবে:

যদি কখনো ভুল করে কোন বিকাশ নাম্বারে টাকা সেন্ড হয়ে যায় তাহলে ভুলেও সেই নাম্বারে কল করে তাকে রিকোয়েস্ট করবেন না। তাহলে যদি সে টাকাগুলো ক্যাশ আউট করে ফেলে তাহলে এই টাকা ফেরত পাওয়া আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে এজন্য তাকে কল করে রিকোয়েস্ট না করে সরাসরি থানায় চলে যান এবং একটা জিডি করুন। 


জিডি করা হয়ে গেলে জিডির কপি নিয়ে চলে যাবেন বিকাশ কাস্টমার কেয়ার অফিসে। তবে জিডিতে অবশ্যই টাকার পরিমান এবং প্রমাণ হিসেবে আপনার বিকাশ একাউন্টের তথ্য উল্লেখ থাকতে হবে।


এবার বিকাশ এজেন্ট এর কাছে গিয়ে যখন আপনি জিডির কপি টা দিবেন এবং আপনার সমস্যার কথা তাদেরকে খুলে বলবেন তারা সবকিছু চেক করবে চেক করার পরে যে নাম্বারে আপনার ভুল করে টাকা চলে গিয়েছে ওই নাম্বারটা তারা লক করে দিবে সে টাকাগুলো আর ওঠাতে পারবেনা পরবর্তীতে তাকে বিকাশ অফিসে ডাকা হবে এবং সে যদি সঠিক প্রমাণ দিতে না পারে যে টাকাগুলো তার তাহলে টাকা আপনি পেয়ে যাবেন। যখন ডকুমেন্টগুলো আপনার পক্ষে থাকবে তখন বিকাশ অফিসের লোক আপনার টাকাটা ফেরত এনে দেওয়ার চেষ্টা করবে। তবে ব্যক্তিটি যদি টাকাগুলো তুলে না ফেলে তাহলে টাকাগুলো পাওয়া আপনার জন্য অনেক সহজ হবে।


বিকাশ একাউন্ট নেই এমন নাম্বারে টাকা চলে গেলে ফেরত আনবেন যেভাবে:

বিকাশ একাউন্ট নেই এরকম নাম্বারে যদি টাকা ভুল করে সেন্ড হয়ে যায় তাহলে সেই টাকাগুলো ফেরত আনবেন কিভাবে তা এখন আমি আপনাদেরকে দেখাবো। বিকাশ একাউন্ট নেই এরকম নাম্বারে ভুল করে টাকা চলে গেলে সেই টাকা ফেরত আনা আরো সহজ কিভাবে বিকাশ একাউন্ট নেই এরকম নাম্বারে ভুল করে টাকা চলে গেলে ফেরত আনবেন তা দেখে নিন।

  • প্রথমে বিকাশ অ্যাপসে আপনার বিকাশ একাউন্ট টা "লগইন" করুন।
  • তারপর "Send Money" অপশনে ক্লিক করুন।
  • তারপর "Request to non bkash user"  লিস্ট আসবে এখান থেকে যে নাম্বারে একটু আগে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের পাশে Cancel অপশন আসবে এখান থেকে Cancel এ ক্লিক করে দিলেই টাকা ফেরত চলে আসবে।

তবে খেয়াল রাখতে হবে টাকা পাঠানোর 72 ঘন্টার ভিতরে এটা করতে হবে।


বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করবেন যেভাবে: 

বিকাশ হেল্পলাইন নাম্বার ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১

বিকাশ কাস্টমার কেয়ার ইমেইল: support@bkash.com


এভাবে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত আনতে পারবেন তবে টাকার পরিমাণ যদি কম হয় এবং জিডি করা বা এরকম ঝামেলায় যদি না যেতে চান অথবা সময় স্বল্পতা থাকে অল্প টাকার জন্য এত কিছু করতে না চান তাহলে যে নাম্বারে ভুল করে টাকা চলে গিয়েছে ওই নাম্বারে কল করে সুন্দর করে রিকোয়েস্ট করে লোকটি যদি ভালো হয় তাহলে আপনার ভুল নাম্বারে টাকা চলে গেলেও টাকাগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভুল করে যদি ছ্যাঁচড়া মানুষের কাছে টাকা পাঠিয়ে দেন তাহলে ওই টাকার কেয়ামতের আগে ফিরে পাওয়া সম্ভব না। উপরে যে সিস্টেমগুলো দেখাইছি এই উপায়গুলো ফলো করে খুব সহজেই ভুল করে বিকাশ নাম্বারে টাকা চলে গেলেও টাকা ফেরত পাবেন। যারা বলেছিলেন ভুল করে বিকাশে টাকা গেলে করণীয় আশা করি তাদের উত্তর পেয়েছেন। ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url