মেসেঞ্জার এর রিংটোন পরিবর্তন করবেন যেভাবে - Messenger Ringtone And Notification Sound Change



আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে রিংটোন পরিবর্তন করবেন যেভাবে মেসেঞ্জারে মেসেজ আসলে আপনার পছন্দের সাউন্ড বেজে উঠবে অথবা মেসেঞ্জারে কল আসলে আপনার পছন্দের রিংটোন বেজে উঠবে কিভাবে মেসেঞ্জারে আপনার পছন্দের রিংটোন সেট করবেন সেটা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো। এক কথায় 'মেসেঞ্জার এর রিংটোন পরিবর্তন করবেন যেভাবে Messenger Ringtone And Notification Sound Change' মেসেঞ্জারের রিংটোন পরিবর্তন করার উপায় এখন আপনাদেরকে দেখাবো। অনেকেই মনে করেন হয়তো মেসেঞ্জারে রিংটোন পরিবর্তন করা যায় না বা মেসেঞ্জারের নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করা যায় না কিন্তু প্রকৃতপক্ষে মেসেঞ্জারে নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করা যায় এবং মেসেঞ্জারের রিংটোন ও পরিবর্তন করা যায় তাহলে চলুন বিস্তারিত বাই স্ক্রিনশট সহ দেখিয়ে দেই। মেসেঞ্জারে নতুন মেসেজ আসলেই যে সাউন্ড টা বেজে ওঠে এটা অনেকের পছন্দ হয় না আবার বারবার শুনতে শুনতে এই জিনিসটা বিরক্ত লেগে গেছে এমন অনেকেই মেসেঞ্জার এর সাউন্ড পরিবর্তন করতে চান। আবার অনেকে আছেন যাদের মেসেঞ্জারে কল আসলে যে সাউন্ড হয় সাউন্ড আর ভালো লাগেনা অথবা বিরক্ত লাগে তারা চাইলে মুহূর্তের ভিতর এই রিংটোন পরিবর্তন করে ফেলতে পারবেন। 


মেসেঞ্জার এর রিংটোন পরিবর্তন করবেন যেভাবেঃ

মেসেঞ্জারের রিংটোন পরিবর্তন করার জন্য সরাসরি আপনার মেসেঞ্জারে চলে যাবেন।



👆এবার মেসেঞ্জার এর বাম পাশের উপরের কর্নারে আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন।



👆এবার একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন "Notifications & Sounds" এখানে ক্লিক করবেন।



👆এবার এখানে দেখতে পারবেন "Ringtone" একটা অপশন রয়েছে এখান থেকে Ringtone এর পরে ক্লিক করে দিবেন।



👆এবার এখানে ডিফল্ট রিংটোন হিসেবে উপরে Messenger সিলেক্ট করা রয়েছে নিচে অসংখ্য রিংটোন রয়েছে এখান থেকে আপনার পছন্দমত অন্য যেকোন রিংটোন সেট করে নিতে পারবেন।

মেসেঞ্জার এর নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করবেন যেভাবেঃ

মেসেঞ্জার এর নতুন মেসেজ আসলেই যে সাউন্ড হয় এই সাউন্ডটা আপনি চাইলে আপনার মত করে পরিবর্তন করে অন্য সাউন্ড ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে নতুন মেসেজ আসলেই আপনি যে সাউন্ড টা সিলেক্ট করে দিবেন সেই সাউন্ড বেজে উঠবে সেক্ষেত্রে অন্য কেউ বুঝতেই পারবে না যে আপনার মেসেঞ্জারে নতুন মেসেজ এসেছে!! তাহলে চলুন দেখে নেই।



👆মেসেঞ্জার নোটিফিকেশন সাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনার মেসেঞ্জারে চলে যাবেন এরপর বাম পাশের উপরের কর্নারে আপনার প্রোফাইল পিকচারে পারে ক্লিক করবেন।



👆এবার একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন "Notifications & Sounds" এখানে ক্লিক করবেন।



👆এবার এখানে দেখতে পারবেন "Customize Notifications" একটা অপশন রয়েছে এখান থেকে Customize Notifications এর ভিতরে চলে যাবেন।



👆এবার একটু নিচের দিকে দেখতে পারবেন "Sound    new_message" একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন।



👆এখানে ক্লিক করে দিলেই আপনি আপনার পছন্দমত যে কোন সাউন্ড এখানে সিলেক্ট করে দিলেই আপনার মেসেঞ্জারে নতুন মেসেজ আসলেই সেই রিংটোন বেজে উঠবে।

এভাবে খুব সহজে মেসেঞ্জারের রিংটোন পরিবর্তন করতে পারবেন এবং মেসেঞ্জারে নতুন কোন মেসেজ আসলে মেসেঞ্জারে নোটিফিকেশন সাউন্ড চেঞ্জ করতে পারবেন। এতদিন পর্যন্ত যারা মনে করতেন মেসেঞ্জারে রিংটোন পরিবর্তন করা যায় না আশা করি তারা আজকের এই আর্টিকেল দেখার পর থেকে মেসেঞ্জার এর রিংটোন পরিবর্তন করতে পেরেছেন এবং এতদিন পর্যন্ত যারা মনে করতেন মেসেঞ্জার এর নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করা যায় না তারাও আজ থেকে মেসেঞ্জার এর নোটিফিকেশন সাউন্ড পরিবর্তন করতে পারবেন। ভালো থাকবেন ধন্যবাদ।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url