সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড - All SIM Emergency Balance Code


বাংলাদেশের সকল সিম এর ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড বা সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার উপায় আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো। ইমারজেন্সি ব্যালেন্স খুবই দারুণ একটা সিস্টেম এটার মাধ্যমে আমাদের সিমে টাকা না থাকলেও আমরা ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আমাদের প্রয়োজন সারতে পারি পরবর্তীতে রিচার্জ করলে টাকাগুলো কেটে নিবে তারপরও ইমার্জেন্সি মুহূর্তে আমরা যে ব্যাকআপটা পাই এটা খুবই ভালো অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড কত আবার অনেকে জিজ্ঞাসা করেন জিপি সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড কত আবার অনেকে জিজ্ঞাসা করেন airtel সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত কেউ আবার জিজ্ঞাসা করেন রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত অনেকে আবার জিজ্ঞাসা করেন টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড কত আবার কেউ কেউ জিজ্ঞাসা করেন স্কিটো সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড কত সকল প্রশ্নের উত্তর আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে দিব এই আর্টিকেল পড়লে আপনি খুব সহজেই জানতে পারবেন সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম বা সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায়। 


সকল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এখন নিচে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে আপনি কোন সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড জানতে চাচ্ছেন তা নিজ থেকে দেখে নিন।


বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল পেটে চলে যাবেন এবার টাইপ করবেন *874# তারপর আপনার বাংলালিংক সিম দিয়ে ডায়াল করে দিবেন। একটু পরে একটা মেসেজ আসবে এবং দেখতে পারবেন আপনার বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসছে।


জিপি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

গ্রামীণফোন বা জিপি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন *1010*1# তারপর আপনার জিপি সিম দিয়ে ডায়াল করে দিবেন একটু পরেই একটা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনার জিপি সিমে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্স দিয়েছে।


রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মোবাইল থেকে ডায়াল অপশনে গিয়ে টাইপ করবেন *123*007# তারপর আপনার রবি সিম দিয়ে ডায়াল করে দিলেই একটু পরে আপনার ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে।


এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মোবাইলের ডায়াল পেটে চলে যাবেন তারপর টাইপ করবেন *141# এবার আপনার এয়ারটেল সিম দিয়ে ডায়াল করে দিলেই এয়ারটেল সিমে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে।


টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

বাংলাদেশের একমাত্র সরকারি সিম টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে *1122# টাইপ করে টেলিটক সিম দিয়ে ডায়াল করে দিলেই আপনার টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে।


স্কিটো সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোডঃ

স্কিটো সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনাকে স্কিটো অ্যাপে লগইন করতে হবে। তারপর "মেনু" থেকে "ইমার্জেন্সি লোন" অপশনে চলে যাবেন। এরপরে আপনি 5 টাকা অপশন এ ক্লিক করবেন। সাথে সাথে ইমার্জেন্সি ব্যালেন্স আপনার স্কিটো সিমে চলে আসবে। স্কিটো সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে আপনার সিমে অবশ্যই ২ টাকার কম ব্যালেন্স থাকতে হবে।

কোন সিমে আপনাকে কত টাকা লোন দিবে এটা অপারেটর ভেদে সম্পূর্ণ আপনার ব্যবহারের উপর নির্ভর করে। আপনি সিমে যদি বেশি বেশি টাকা খরচ করেন তাহলে আপনার ইমারজেন্সি ব্যালেন্স ও বেশি টাকা দিতে পারে। একবার ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পরে সেই টাকা শোধ করতে হবে তারপর পুনরায় আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। তবে এই ইমারজেন্সি ব্যালেন্স ইউজারদের জন্য ভিশন সুবিধা জনক একটা সার্ভিস অনেক সময় আমরা খুব দুর্গম পরিবেশে চলে যায় যেখানে আশেপাশে কোথাও রিচার্জ করার জায়গা নাই কিন্তু ফোনে কথা বলা দরকার কিংবা ইন্টারনেট প্রয়োজন তখন আমরা এই ইমারজেন্সি সার্ভিসটা ব্যবহার করে বিপদমুক্ত হতে পারি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url